রাস্তা পার করিয়ে দেওয়ার নাম করে চুরি! ৫০ হাজার টাকা নিয়ে চম্পট, এরপর যা হলো… – এবেলা
এবেলা ডেস্কঃ
এক মহিলার ব্যাগ থেকে নগদ ৫০ হাজার টাকা ও তিনটি মোবাইল চুরির অভিযোগে চাঞ্চল্য ছড়ালো খাস কলকাতায়। গত সপ্তাহে চারু মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। তবে ঘটনার পাঁচ দিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় চারু মার্কেট থানার অন্তর্গত লাট্টু শাহ বাবা মাজার এলাকায় রাস্তা পারাপারের চেষ্টা করছিলেন সীতা দেবী নামে এক মহিলা। সেই সময় এক অপরিচিত যুবক তাকে সাহায্য করার প্রস্তাব দেন। যুবকটি মহিলাকে রাস্তা পার করিয়ে দেন এবং এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এরপরই ওই মহিলা দেখেন, তার ব্যাগ থেকে নগদ ৫০ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন, ব্যাংকের পাসবই ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি উধাও। সঙ্গে সঙ্গেই তিনি চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চারু মার্কেট থানার পুলিশ গত ১৭ সেপ্টেম্বর অভিযুক্তকে গ্রেফতার করে। জানা গেছে, ধৃতের নাম খুরশিদ আলম এবং তার বাড়ি দক্ষিণ বারাসাতে। পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪২ হাজার টাকা, খোয়া যাওয়া তিনটি মোবাইল ফোন এবং অন্যান্য নথি উদ্ধার করেছে। এই যুবক এর আগেও কোনো চুরির ঘটনায় জড়িত ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার অভিযুক্তকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেবে পুলিশ।