বর নিলেন না পণ, বদলে শ্বশুরবাড়ি থেকে পেলেন এক লাখ টাকার এমন জিনিস যা দেখে সবাই অবাক! – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতে পণপ্রথার চল বহু পুরোনো। লোভী কিছু মানুষের কারণে এই প্রথা আজও পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। তবে সময়ের সাথে সাথে শিক্ষায় শিক্ষিত মানুষজন এই প্রথার বিরোধিতা করতে শুরু করেছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গের মেদিনীপুরে এমন একটি ঘটনা ঘটেছে, যা দেখে সবাই মুগ্ধ।
মেদিনীপুরের বাসিন্দা সূর্যকান্তের বিয়ে ঠিক হয়েছিল ওই জেলারই আরেক বাসিন্দা প্রিয়াঙ্কা বেজের সঙ্গে। পেশায় শিক্ষক সূর্যকান্ত বিয়ের আগেই প্রিয়াঙ্কার পরিবারের কাছে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি কোনো পণ নেবেন না। তার এই সিদ্ধান্তে প্রিয়াঙ্কার পরিবার অত্যন্ত খুশি হয়।
শ্বশুরবাড়ির এমন অভিনব উপহার!
বর পণ নেবেন না জেনে প্রিয়াঙ্কার পরিবার সিদ্ধান্ত নেয় যে তারা এমন একটি উপহার দেবেন, যা সূর্যকান্তকে চমকে দেবে। এরপর বিয়ের দিন বরযাত্রী নিয়ে যখন সূর্যকান্ত প্রিয়াঙ্কার বাড়িতে পৌঁছান, তখন বিয়ের মণ্ডপের দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে যান।
উপহার হিসেবে ছিল প্রায় এক হাজার বই। যার মধ্যে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো প্রখ্যাত বাঙালি সাহিত্যিকদের বই। সাথে ছিল জনপ্রিয় ‘হ্যারি পটার’ সিরিজের বইও। জানা গিয়েছে, এই বইগুলো প্রায় ১৫০ কিলোমিটার দূর থেকে আনা হয়েছিল।
বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিদেরও অনুরোধ করা হয়েছিল দামি উপহারের পরিবর্তে বই উপহার দিতে। বইপ্রেমী সূর্যকান্তের জন্য এই উপহার ছিল এক বিশাল চমক। এই বইগুলোর মোট মূল্য প্রায় এক লক্ষ টাকা। বিয়ের পর সমস্ত বই সূর্যকান্তের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। পণপ্রথার বিরুদ্ধে এই বার্তা এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।