কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক, ‘বিজেপি শূন্য হলে GST-ও শূন্য’ – এবেলা

এবেলা ডেস্কঃ

কেন্দ্রের নতুন GST হার নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ডায়মন্ড হারবারে একটি বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বিজেপি যখন লোকসভা নির্বাচনে ৩০৩ আসন পেয়েছিল, তখন জিএসটি ছিল ২৮ শতাংশ। এখন যখন ২৪০ আসনে নেমে এসেছে, তখন জিএসটি ২৭ থেকে ১৮ শতাংশে নামাতে বাধ্য হয়েছে।” এরপরই তিনি কটাক্ষ করে বলেন, “বিজেপি যদি শূন্য হয়, তাহলে জিএসটিও শূন্য হবে।” অভিষেকের এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *