যখন চারদিকে শুধু অন্ধকার শ্রীকৃষ্ণের ১০ বাণী যা আপনার জীবন বদলে দেবে – এবেলা
এবেলা ডেস্কঃ
জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা পুরোপুরি ভেঙে পড়ি, চারপাশে শুধু অন্ধকারই দেখতে পাই। আপনজন থেকে শুরু করে কোনো কিছুই যখন মনে শান্তি দেয় না, তখন মনে হয় সব পথ বন্ধ। কিন্তু এমন কঠিন মুহূর্তে শ্রীমদ্ভগবদ্গীতার কিছু শাশ্বত বাণী আমাদের মনে নতুন করে সাহস ও আশার আলো জ্বালাতে পারে। চলুন, দেখে নেওয়া যাক শ্রীকৃষ্ণের সেই ১০টি মহামূল্যবান উপদেশ যা আপনাকে হতাশামুক্ত করে জীবনের নতুন পথে ফিরিয়ে আনবে।
১. পরিস্থিতি যেমনই হোক, সর্বদা ভগবানের পরিকল্পনার ওপর বিশ্বাস রাখুন। তিনি যদি আপনাকে কষ্টের মধ্য দিয়ে নিয়ে যান, তাহলে সেই কষ্ট থেকে বের হওয়ার পথও তিনিই দেখাবেন।
২. মনে রাখবেন, কোনো পরিস্থিতিই চিরস্থায়ী নয়। দুঃখ এবং কষ্ট ক্ষণিকের, তাই কখনও হাল ছেড়ে দেবেন না।
৩. প্রতিটি ঘটনার পেছনেই কোনো না কোনো শুভ উদ্দেশ্য লুকিয়ে থাকে। যা হচ্ছে তা হতে দিন, কারণ ভগবান আপনার জন্য এর চেয়েও ভালো কিছু ভেবে রেখেছেন।
৪. হতাশ হবেন না। যদি এখন পরিস্থিতি আপনার পক্ষে না থাকে, তবে বিশ্বাস রাখুন যে আরও ভালো কিছু খুব দ্রুতই আপনার জীবনে আসতে চলেছে।
৫. অতীতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শিখুন। যা ঘটে গেছে তা সঠিক ছিল, যা এখন ঘটছে তাও ভালো এবং আগামী সময়ও অবশ্যই শুভ হবে।
৬. মানুষের কথায় ভয় পাবেন না। যখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন, তখন এই মানুষরাই আপনার প্রশংসা করবে।
৭. হাসতে ভুলবেন না। দুশ্চিন্তা কেবল সমস্যাকে বাড়ায়, কিন্তু হাসি সমাধানের পথ দেখায়।
৮. আপনার জীবনের লড়াই একান্তই আপনার নিজের। এই পৃথিবীতে শেষ পর্যন্ত আপনাকে নিজের জন্যই দাঁড়াতে হবে।
৯. বিশ্বাসে অলৌকিক ঘটনা ঘটে। যদি আপনি আপনার লক্ষ্যে অবিচল থাকেন, তাহলে আপনাকে তা অর্জন করা থেকে কেউ আটকাতে পারবে না।
১০. সবার আগে নিজেকে চিনতে শিখুন। যে ব্যক্তি নিজের গুণাবলী এবং দুর্বলতা বোঝে, সে নিজের ব্যক্তিত্বকে গড়ে তুলে প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করে।