অবিশ্বাস্য দৃশ্য ভাইরাল, হাত ছাড়াই ব্যস্ত রাস্তায় গাড়ি চালাচ্ছে যুবক! কী প্রশ্ন তুলছে নেটপাড়া? – এবেলা
এবেলা ডেস্কঃ
গাড়ি চালানোর জন্য হাত ও পায়ের ব্যবহার জরুরি। হাত দিয়ে স্টিয়ারিং নিয়ন্ত্রণ করা হয় এবং পা ব্যবহার করা হয় ব্রেক ও অ্যাক্সেলেরেটরের জন্য। কিন্তু সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে সবাই হতবাক। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক যুবকের হাত নেই, কিন্তু তা সত্ত্বেও সে দিব্যি গাড়ি চালাচ্ছে।
ভিডিওতে দেখা যায়, ওই যুবক এক পা দিয়ে স্টিয়ারিং ধরে রেখেছে এবং অন্য পা ব্রেকের ওপর। এভাবেই সে ব্যস্ত রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। পাশের সিটে বসে থাকা একজন যাত্রী এই বিপজ্জনক দৃশ্যের ভিডিও করেছেন। ভিডিওটি ইনস্টাগ্রামে @ramesh_vishnoi_121 অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে, যা দ্রুত লাখ লাখ মানুষের কাছে পৌঁছেছে।
ভিডিওটি দেখার পর অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। একই সঙ্গে ট্র্যাফিকের এমন নিয়ম লঙ্ঘন করা কতটা বিপজ্জনক, তা নিয়েও প্রশ্ন উঠেছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “ভাই, নিজের মতো করে অন্যকেও বিপদে ফেলো না, গাড়ি চালাও না।” আরেকজন লিখেছেন, “নিজেও মরবে, অন্যদেরও মারবে।” অনেকেই প্রশ্ন তুলেছেন, কীভাবে একজন হাতহীন ব্যক্তিকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হলো। এই ঘটনাকে নেটিজেনরা দায়িত্বজ্ঞানহীন কাজ হিসেবে দেখছেন।