ভাইয়ের বিয়েতে ছুটি মেলেনি, রাগে চাকরিই ছাড়লেন যুবক! শেষ পর্যন্ত কী হল? জানলে হতবাগ হবেন আপনিও – এবেলা

এবেলা ডেস্কঃ

ভাইয়ের বিয়ে, তাও আবার বিদেশে। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে ছুটি চেয়েছিলেন এক যুবক। কিন্তু ছুটি দিতে রাজি হয়নি তাঁর সংস্থা। উল্টে ছুটি অথবা ইস্তফা, এই দুটির মধ্যে যেকোনো একটি বেছে নিতে বলা হয় তাঁকে। এরপরই কোনো কিছু না ভেবে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা সামনে আসতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ঘটনাটি ঘটেছে ভারতে। রেডডিটে (Reddit) এক ভারতীয় যুবক এই সম্পূর্ণ ঘটনাটি সামনে এনেছেন। তিনি জানান, তাঁর ভাইয়ের বিয়ে আমেরিকায়। সেখানে যাওয়ার জন্য ১৫ দিনের ছুটির আবেদন করেছিলেন তিনি। কিন্তু তাঁর সংস্থা ছুটি দিতে রাজি হয়নি। উল্টে বলা হয়েছে, “হয় ছুটি বাতিল করে কাজে যোগ দিন, অথবা চাকরি থেকে ইস্তফা দিন।”

যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলেও সংস্থা তাদের সিদ্ধান্তে অনড় থাকে। শেষ পর্যন্ত ওই যুবক ইস্তফা দেন। তিনি আরও জানিয়েছেন যে, তাঁর ওপর কোনো আর্থিক চাপ নেই এবং থাকারও কোনো সমস্যা নেই। এরপরও তিনি জানতে চেয়েছেন যে তাঁর সিদ্ধান্ত সঠিক ছিল কিনা।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই নেটিজেনরা ওই সংস্থার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, কর্মীদের প্রতি এই ধরনের মনোভাব অমানবিক। আবার কেউ কেউ বলছেন, এমন পরিস্থিতিতে ইস্তফা দেওয়া ছাড়া উপায় ছিল না। তবে এই ঘটনা প্রমাণ করে, কর্মক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কর্মীদের ব্যক্তিগত জীবনের অনুভূতিকে গুরুত্ব দেওয়া হয় না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *