‘মোদী ২৪ বছরে একদিনও ছুটি নেননি’, ‘সবচেয়ে জনপ্রিয়’ প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন অমিত শাহ – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বড়সড় দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একটি বেসরকারি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাহ বলেন, গত ২৩ বছরে এক দিনের জন্যও ছুটি নেননি মোদী। এই অবিশ্বাস্য দাবি সামনে আসতেই শুরু হয়েছে তুমুল আলোচনা।
অমিত শাহ বলেন, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী— যে পদেই থাকুন না কেন, মোদী তাঁর ২৩ বছরের রাজনৈতিক জীবনে একদিনও ছুটি কাটাননি। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, এটা নিছক কোনো অভ্যাস নয়, বরং জনগণের প্রতি তাঁর সম্পূর্ণ নিষ্ঠা ও ত্যাগের প্রমাণ। শাহের কথায়, এমন মানসিকতা শুধু দেশের জন্য নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করার মাধ্যমেই তৈরি হতে পারে।
মোদীকে ‘সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়ে শাহ আরও বলেন, শুধু ভারত নয়, গোটা বিশ্বই তাঁকে সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে মনে করে। তাঁর নেতৃত্বেই বিজেপির সাংগঠনিক শক্তি এবং জনগণের সঙ্গে দলের সম্পর্ক অভাবনীয়ভাবে মজবুত হয়েছে।
বৈদেশিক নীতি নিয়ে কথা বলতে গিয়ে অমিত শাহ দাবি করেন, নরেন্দ্র মোদীর আগে ভারতের বৈদেশিক নীতি ‘মেরুদণ্ডহীন’ ছিল। কিন্তু মোদী তাঁর দৃঢ় নেতৃত্বের মাধ্যমে ভারতকে আন্তর্জাতিক মঞ্চে এক গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক অবস্থানে তুলে এনেছেন। তাঁর মতে, ইতিহাসবিদরা যখন বিভিন্ন প্রধানমন্ত্রীর কাজের তুলনা করবেন, তখন মোদী জমানার সাফল্যই সবচেয়ে বড় হয়ে উঠবে।
শাহ বলেন, একজন সাধারণ কার্যকর্তা হিসেবে মোদীর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। সেই থেকেই তাঁর পথ ছিল সংগ্রাম ও উৎসর্গে ভরা। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত তিনি নিজেকে নিরন্তর বিকশিত করেছেন এবং প্রতিটা ভূমিকায় তাঁর দূরদর্শিতা আরও প্রসারিত হয়েছে। এই গুণগুলোই তাঁকে আজকের সবচেয়ে জনপ্রিয় ও সফল নেতা করে তুলেছে বলে দাবি করেন শাহ।