“তোমার মতো নারীদের ৩০০ টাকায় বিক্রি করা হয়।” স্বামী এমন কথা বললে, স্ত্রী থানায় গিয়ে সব নোংরা রহস্য ফাঁস করে দিল – এবেলা

এবেলা ডেস্কঃ

হাতরসের এক মহিলার অভিযোগ, তাঁর স্বামী তাঁকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন। এমনকি, তাঁর সম্মানহানি করে নিয়মিত বলতেন, “তোমার মতো মেয়েরা ৩০০ টাকায় বিক্রি হয়।” এক বছর আগে ১২ লাখ টাকা খরচ করে বিয়ে দিয়েছিলেন মেয়ের বাবা। তার পরেও নাকি শ্বশুরবাড়ির লোকেরা খুশি ছিলেন না। শেষ পর্যন্ত পরিস্থিতি অসহ্য হয়ে ওঠায় থানায় অভিযোগ জানান ওই মহিলা। এরপরই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

জানা গিয়েছে, হাতরসের কোতোয়ালি জংশন এলাকার ওই মহিলার বিয়ে হয়েছিল মথুরার ফারাহ থানার এক যুবকের সঙ্গে। বিয়ের পর থেকেই স্বামীর আসল রূপ বেরিয়ে আসে। বিয়ের কিছুদিনের মধ্যেই স্বামী তাঁর সঙ্গে অস্বাভাবিক আচরণ শুরু করেন। এমনকী, শারীরিক সম্পর্কেও জোর করতেন। প্রতিবাদ করলে ওই মহিলাকে না খাইয়ে রাখা হতো, মারধর করা হতো ও মানসিকভাবে নির্যাতন করা হতো বলে অভিযোগ। স্বামীর একাধিক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল বলেও অভিযোগ করেছেন ওই মহিলা। তিনি জানিয়েছেন, তাঁর স্বামী তাঁকে কখনও স্ত্রীর মর্যাদা দেননি, বরং কথায় কথায় অপমান করতেন।

শুধু স্বামী নয়, শ্বশুরবাড়ির অন্য সদস্যরাও তাঁর ওপর নির্যাতন করতেন বলে অভিযোগ। আরও পণের জন্য চাপ দেওয়া হতো তাঁকে। বাবা আর কিছু দিতে পারবেন না জানানোর পর তাঁকে আরও হেনস্থা করা হয়। শেষ পর্যন্ত তাঁকে গলা টিপে ধরে লাঠি দিয়ে মারধর করা হয় এবং বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপরই ওই মহিলা হাতরসের মহিলা থানায় তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে পণ, গার্হস্থ্য হিংসা, মানসিক নির্যাতন ও অবৈধ সম্পর্কের অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *