পায়ের ফাঁকে আগ্নেয়াস্ত্র, কপালে গুলির আঘাত! কলকাতায় যুবকের রহস্যময় মৃত্যুতে চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: কলকাতার বন্দর এলাকায় সাত সকালে ফুটপাত থেকে এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম শ্রেষ্ঠ ধুরকা (৩০), তাঁর বাড়ি হেস্টিংস এলাকায়। প্রাথমিকভাবে এটি খুন বলে মনে করা হলেও, পরে সুইসাইড নোট উদ্ধারের পর পুলিশ নিশ্চিত হয় এটি আত্মহত্যা।

সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ ডিসি পোর্টের দুমায়ুন অ্যাভিনিউয়ের কাছে একটি ফুটপাতে শ্রেষ্ঠর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁর কপালে গুলির আঘাত ছিল এবং দুই পায়ের মাঝখানে একটি আগ্নেয়াস্ত্র পড়ে ছিল। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ও ব্যাগ উদ্ধার করে পুলিশ। সেই সূত্র ধরেই মৃতের পরিচয় জানতে পারা যায়।

তদন্তে জানা গেছে, শেয়ার ট্রেডিং ও রেসের মাঠে মোটা টাকা লগ্নি করে সর্বস্বান্ত হয়েছিলেন শ্রেষ্ঠ। একাধিক সূত্র থেকে নেওয়া প্রায় ১৫ লক্ষ টাকার দেনা শোধ করতে না পারায় তিনি তীব্র মানসিক চাপে ছিলেন। সুইসাইড নোটে তিনি বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে লিখেছিলেন, “সরি মম অ্যান্ড ড্যাড। আই এম নট বিইয়িং এ গুড সন।”

পুলিশ আরও জানতে পেরেছে, শ্রেষ্ঠ অবিবাহিত ছিলেন এবং ভবানীপুরের একটি বেসরকারি কো ম্পা নিতে চাকরি করতেন। তাঁর বাবা দৃষ্টিহীন এবং মা টিউশনি করে সংসার চালান। কীভাবে তিনি আগ্নেয়াস্ত্রটি পেলেন, সে বিষয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *