নির্দেশের পরও কাজে যোগ দেননি ১০ হাজার বিএলও! কড়া কমিশন – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে আসন্ন স্পেশাল সামারি রিভিশন (এসআইআর) বা ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হওয়ার আগেই বড়সড় সমস্যা সামনে এসেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও প্রায় ১০ হাজার স্কুল শিক্ষক তাঁদের বিএলও (বুথ লেভেল অফিসার) পদে যোগদান করেননি। এতে ক্ষুব্ধ নির্বাচন কমিশন রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিবকে কড়া চিঠি পাঠিয়েছে।

সূত্রের খবর, এই শিক্ষকদের আগেই শো-কজ করা হয়েছিল, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। তাই কমিশন এবার তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। আসন্ন ভোটার তালিকা সংশোধনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যেখানে প্রতিটি বিএলও’র সক্রিয় অংশগ্রহণ জরুরি, সেখানে এমন ঘটনা কমিশনের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, এই পরিস্থিতিতে ভোটারদের সুবিধার্থে একটি নতুন ব্যবস্থা চালু করেছে কমিশন। ‘বুক আ কল উইথ বিএলও’ নামে একটি বিশেষ মডিউলের মাধ্যমে এখন থেকে ভোটাররা সরাসরি তাঁদের বুথ লেভেল অফিসারের সঙ্গে যোগাযোগ করে ভোটার তালিকা সংক্রান্ত যেকোনো সমস্যা বা বুথের অবস্থা সম্পর্কে জানতে পারবেন। এর মাধ্যমে ভোটার এবং বিএলও’র মধ্যেকার সংযোগ আরও সহজ ও নিবিড় হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *