১৩ বছর বয়সেই ফিটনেস বদল! কার পরামর্শে ওজন কমালেন ভারতীয় এই ক্রিকেটার? – এবেলা

এবেলা ডেস্কঃ

ক্রিকেটারদের ফিটনেসের দিকে বাড়তি নজর দেওয়ার চল এখন নতুন নয়। তবে মাত্র ১৩ বছর বয়সী একজন ক্রিকেটারের ফিটনেস নিয়ে এত আলোচনা কৌতূহল বাড়ায়। প্রশ্ন হল, হঠাৎ করেই কেন নিজের ফিটনেসে বদল আনলেন তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী? ভারতীয় ক্রিকেটের নতুন এই মুখ কি তাহলে কোনো বিশেষ পরামর্শে ওজন কমিয়েছেন?

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈভবের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটিতে তাঁকে অনেক বেশি ফিট দেখাচ্ছিল, যা দেখে তাঁর এক সতীর্থ মন্তব্য করেন, “ছেলেটা ফিট হয়ে গেছে।” সেই থেকেই শুরু হয় আলোচনা। তবে এই ফিটনেসের আসল রহস্যটি কী, তা জানতে টিভি৯ বাংলা বৈভবের শৈশবের কোচ মণীশ ওঝার সঙ্গে যোগাযোগ করে।

কোচ মণীশ ওঝা জানান, সম্প্রতি অনূর্ধ্ব-১৯ দলের জন্য ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (NCA)-তে একটি বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বৈভবসহ সকল খেলোয়াড়ের শারীরিক ফিটনেসের ওপর বিশেষ জোর দেওয়া হয়। তাই বৈভবের ফিটনেসে যে পরিবর্তন চোখে পড়ছে, তা আসলে NCA-তে তাঁর কঠোর পরিশ্রমের ফল।

অস্ট্রেলিয়া সফরের আগে এই ক্যাম্পেই বৈভব নিজের খেলাকে আরও উন্নত করেছেন। এমনকি রোহিত শর্মার মতো সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকেও তিনি মূল্যবান টিপস পেয়েছেন। সেই টিপস কাজে লাগিয়েই ভারতের অনূর্ধ্ব-১৯ দল অস্ট্রেলিয়ায় দারুণ শুরু করেছে। বৈভবের জন্য এটি প্রথম অস্ট্রেলিয়া সফর, যা তিনি স্মরণীয় করে রাখতে চাইছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *