বর্ষার রাস্তায় গর্তে পড়ে গাড়ি উল্টালো, এরপরই চাঞ্চল্যকর দাবি করলেন চালক! – এবেলা

এবেলা ডেস্কঃ

বিহারের রাজধানী পাটনার খানাখন্দে ভরা রাস্তায় ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। ভরা বর্ষায় জল জমে থাকা একটি বড় গর্তে আচমকা উল্টে যায় একটি এসইউভি। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে গাড়ির ভেতরে থাকা পাঁচ আরোহীকে উদ্ধার করেন। কিন্তু এরপরই গাড়ির চালক যে দাবি করলেন, তাতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

শুক্রবার পাটনা স্টেশন সংলগ্ন এলাকায় ঘটে এই দুর্ঘটনা। গাড়ির চালক, ভাগলপুরের বাসিন্দা নীতু সিং চৌবে দাবি করেন, ভোটের আগে সরকারের বদনাম করার জন্যই এই দুর্ঘটনা ঘটানো হয়েছে। তিনি আরও বলেন, তিনি স্বয়ং জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন এবং জেলাশাসকও এই ঘটনাকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। নীতু বলেন, ‘পুরোটাই নগরোন্নয়ন দপ্তরের দোষ। রাস্তার এই দুরবস্থার জন্য কোনো সতর্কবার্তাও ছিল না। গর্তের সামনে ব্যারিকেড থাকা উচিত ছিল।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার গাড়ির পর আরও এক বাইক আরোহী ওই গর্তে পড়ে যান। যদি কারও মৃত্যু হতো, তবে তার দায় কে নিত?’ স্থানীয়দের দাবি, এই রাস্তায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠেছে, এটি কি সত্যিই নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *