ভরা ট্রেনে বাবা-মা ঘুমিয়ে, হঠাৎ উধাও ২ বছরের মেয়ে; তারপর যা হলো… – এবেলা
এবেলা ডেস্কঃ
সাহারানপুর জংশন স্টেশন থেকে এক চাঞ্চল্যকর ঘটনার খবর সামনে এসেছে। রাতের বেলা স্বামী ও ২ বছরের শিশুকন্যাকে নিয়ে হাওড়া-অমৃতসর মেল ট্রেনের স্লিপার কোচে উঠেছিলেন এক মহিলা। উঠে পড়ার কিছুক্ষণ পরেই স্ত্রী-স্বামী দুজনেই ঘুমিয়ে পড়েন, তাদের সঙ্গে ছোট্ট মেয়েটিও ঘুমিয়ে ছিল। গভীর রাতে আচমকাই গোটা ট্রেনে শোরগোল শুরু হয়।
ট্রেনে টহল দিচ্ছিল জিআরপি। তারা দম্পতিকে জিজ্ঞাসা করে, “কী হয়েছে? আপনারা এখানে কী করছেন?” তখনই তারা জানান, “কেউ আমাদের দুই বছরের মেয়েকে ট্রেন থেকে তুলে নিয়ে চলে গেছে।” জিআরপি-কে তারা আরও জানায়, তারা স্লিপার কোচে ঘুমিয়ে ছিলেন এবং তাদের সঙ্গে ছিল দুই বছরের মেয়ে নাইরা। ট্রেনটি সাহারানপুর স্টেশনে পৌঁছালে বোরখা পরা দুই মহিলা তাদের বাচ্চাকে অপহরণ করে নিয়ে যায়। এই কথা শুনেই পুলিশ সঙ্গে সঙ্গে সাহারানপুর স্টেশনে পৌঁছায় এবং পুরো ঘটনাটি জানায়।
এই পুরো ঘটনাটি ঘটেছে ১৩০০৫ নম্বর হাওড়া মেল ট্রেনে। এতে ধামপুর থেকে ওঠা এক দম্পতির দুই বছরের মেয়েকে অপহরণ করা হয়। দম্পতি পাঞ্জাব যাচ্ছিলেন। রাত সাড়ে ১২টা নাগাদ এই ঘটনাটি ঘটে। জগধারী স্টেশনে ঘুম ভাঙার পর দম্পতি দেখেন তাদের মেয়ে পাশে নেই। সঙ্গে সঙ্গে তারা জগধারী রেলওয়ে পুলিশ স্টেশনে বিষয়টি জানান। তদন্ত ও আশেপাশের যাত্রীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সাহারানপুর স্টেশনে বোরখা পরা দুই মহিলা তাদের মেয়েকে তুলে নিয়ে গেছে। এরপর নেহা সাহারানপুর স্টেশনে পৌঁছে সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হন।
ভুক্তভোগী মহিলা নিজের নাম নেহা বলে জানান এবং তিনি পাঞ্জাবের বাসিন্দা। তিনি জানান, তিনি স্বামী ও মেয়ের সঙ্গে রাত ১১টা নাগাদ ধামপুর থেকে ট্রেনে উঠেছিলেন। ভুল করে তারা সংরক্ষিত কামরায় উঠে পড়েছিলেন এবং একটি খালি সিট পেয়ে শুয়ে পড়েছিলেন। প্রথমে তার স্বামী ফোন দেখছিলেন, পরে তিনিও ঘুমিয়ে পড়েন। নেহা জানান, রাত ১২.৩০ নাগাদ তিনি যখন চোখ খোলেন, তখন মেয়ে নাইরা তার পাশেই ছিল। কিন্তু আম্বালার আগে চোখ খুলে দেখেন মেয়েটি সিটে নেই। এরপর পুরো ট্রেনে তারা মেয়েকে খোঁজেন।
নেহা আরও জানান, এরপর তারা দুই জন পুলিশকে দেখতে পান। তিনি তাদের সব ঘটনা খুলে বলেন। এরপর পুলিশ পাশের সিটে বসা এক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, একজন মহিলা এসে প্রথমে বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে দেন এবং এরপর তাকে কোলে তুলে নিয়ে সাহারানপুর স্টেশনে নেমে যান। এরপর পুলিশ সাহারানপুরে ফোন করে সব জানায়। এরপর নেহা ও তার স্বামী পুলিশের সঙ্গে সাহারানপুর স্টেশনে পৌঁছান। সিসিটিভি ফুটেজে তারা দেখেন, বোরখা পরা দুই মহিলা তাদের মেয়েকে নিয়ে চলে যাচ্ছে।