সাইবার প্রতারণায় মাসে ১০ কোটি খোয়াচ্ছে বারুইপুর! মানুষ কেন ফাঁদে পড়ছে, দায় এড়াচ্ছে কি পুলিশ? – এবেলা
এবেলা ডেস্কঃ
দক্ষিণ ২৪ পরগনা: অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে কোটি কোটি টাকা খোয়াচ্ছেন সাধারণ মানুষ। শুধুমাত্র বারুইপুর পুলিশ জেলাতেই প্রতি মাসে সাইবার প্রতারণার মাধ্যমে গড়ে প্রায় ১০ কোটি টাকা হাতানো হচ্ছে। সম্প্রতি এই উদ্বেগজনক তথ্য সামনে এসেছে স্বয়ং পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালির বক্তব্যে। পুজোর গাইড ম্যাপ উদ্বোধনের সময় তিনি সাইবার অপরাধের ভয়াবহতা তুলে ধরেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বারুইপুর, সোনারপুর ও নরেন্দ্রপুরের মতো শহরাঞ্চলে অনলাইন প্রতারণার ঘটনা সবচেয়ে বেশি ঘটছে। ভুয়ো কল সেন্টার খুলে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেওয়া, ভুয়ো ইনভেস্টমেন্ট স্কিমে লোভনীয় প্রস্তাব দিয়ে সর্বস্ব লুটে নেওয়া কিংবা ইডি-সিবিআই অফিসার সেজে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার মতো একাধিক প্রতারণার ঘটনা ক্রমশ বাড়ছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে প্রায় ১০০ জন প্রতারণার শিকার হয়ে অভিযোগ জানিয়েছেন। একটি ঘটনায় পুলিশ তদন্ত করে টাকা উদ্ধার করতে পারলেও সব ক্ষেত্রে তা সম্ভব হয়নি। অনেক সময় অভিযুক্তকে ধরলেও তারা সহজেই জামিন পেয়ে যাচ্ছে। প্রশ্ন উঠছে, বারবার সতর্ক করা সত্ত্বেও মানুষ কেন সচেতন হচ্ছে না? নাকি শুধু সচেতনতা প্রচার করেই দায় সারছে পুলিশ? এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে সাইবার অপরাধের এই চক্র ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছে।