কর্মীদের জন্য দারুণ খবর! দিওয়ালির আগেই বেতন বাড়ছে? – এবেলা
এবেলা ডেস্কঃ
কেন্দ্রীয় কর্মীদের জন্য দিওয়ালির আগে আসতে পারে বিশাল সুখবর। জানা যাচ্ছে, মোদি সরকার জুলাই ২০২৫-এর জন্য মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance – DA) বৃদ্ধির ঘোষণা করতে পারে, যা কর্মীদের জন্য এক প্রকার আর্থিক উপহার।
এই সম্ভাব্য ঘোষণায় ৫০ লক্ষেরও বেশি কেন্দ্রীয় কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। বর্তমানে মহার্ঘ ভাতা ৫৫ শতাংশ, যা ৩ শতাংশ বাড়লে ৫৮ শতাংশে পৌঁছাতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এই বৃদ্ধি কর্মীদের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে। দিওয়ালির আগেই এটি কার্যকর হলে উৎসবের মরসুমে কর্মীদের হাতে অতিরিক্ত টাকা আসবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সরকার জুলাই মাসের মহার্ঘ ভাতা পর্যালোচনা প্রায় শেষ করে ফেলেছে এবং এখন শুধু চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। সব ঠিক থাকলে অক্টোবরের শেষ সপ্তাহের মধ্যেই এই ঘোষণা আসতে পারে, যাতে দিওয়ালির আগেই বর্ধিত ডিএ কর্মীদের অ্যাকাউন্টে জমা হয়ে যায়।
ডিএ বৃদ্ধির হিসাব
সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী, মহার্ঘ ভাতা নির্ধারণের জন্য CPI-IW (Consumer Price Index for Industrial Workers) ডেটা ব্যবহার করা হয়। এই সূচক প্রতি মাসে লেবার ব্যুরো প্রকাশ করে।
উদাহরণ হিসেবে, যদি কোনও কর্মীর মূল বেতন ১৮,০০০ টাকা হয়, তাহলে বর্তমানে তিনি ৯,৯০০ টাকা ডিএ পান। যদি ৩% বৃদ্ধি হয়, তাহলে তার ডিএ বেড়ে হবে ১০,৪৪০ টাকা, অর্থাৎ প্রতি মাসে অতিরিক্ত ৫৪০ টাকা। এই অতিরিক্ত আয় বছর শেষে ৬,৪৮০ টাকায় দাঁড়াবে। যাদের মূল বেতন বেশি, তাদের ক্ষেত্রে এই লাভ আরও বেশি হবে।