কেনা জামার জিএসটি কমেছে, ফেরত টাকা হাতে পেলেন না! বদলে কী পেলেন ক্রেতা? – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: জিএসটি কমার কারণে পোশাকে দাম কমেছে। কিন্তু পোশাক বদলানোর (এক্সচেঞ্জ) সময় সেই কমানো টাকার বদলে নগদ ফেরত পাওয়া যাচ্ছে না। তাই সেই বাড়তি টাকার জন্য ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে চকোলেট, ক্যাডবেরি কিংবা জেমস! শুনতে অবাক লাগলেও সোমবার এমনই অভিজ্ঞতা হল শহরের একাধিক শপিংমল ও ডিপার্টমেন্টাল স্টোরে আসা ক্রেতাদের।

ধর্মতলার একটি শপিংমলে সপ্তাহখানেক আগে কেনা পোশাক বদলাতে এসেছিলেন এন্টালির বাসিন্দা রহিত বসু। সঙ্গে ছিল তাঁর ছোট্ট ছেলে ঋজু। আগেরবার পোশাক কেনার সময় তাঁর বিল হয়েছিল ১১৯৯ টাকা। কিন্তু সোমবার থেকে জিএসটি-র নতুন হার কার্যকর হওয়ায় পোশাকের উপর জিএসটি ১২ শতাংশ থেকে কমে হয়েছে ৫ শতাংশ। ফলে, এদিন রহিত বসু যখন পোশাকটি বদলাতে গেলেন, তখন নতুন বিল দাঁড়াল ১১৩৯ টাকা। এতে তাঁর অতিরিক্ত ৬০ টাকা প্রাপ্য ছিল। কিন্তু টাকা তো আর ফেরত পাওয়া যাবে না।

শপিংমলের কাউন্টারে কর্মরত মহিলা রহিতবাবুর হাতে ৬০ টাকার চকোলেট ও জেমস গুঁজে দেন। বাড়তি চকোলেট পেয়ে রহিতবাবুর ছেলে ঋজু আনন্দে আত্মহারা হয়ে যায়। কী কারণে এই চকোলেট পেয়েছে, সে ব্যাপারে তার কোনো ধারণা ছিল না। এই অদ্ভুত ঘটনায় শুধু রহিতবাবুই নন, একই রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন আরও অনেক ক্রেতা। বিশেষ করে যারা পোশাক বদলাতে গিয়েছিলেন, তাদের এই বাড়তি প্রাপ্তি ঘটেছে। এক্সচেঞ্জের বিল করার সময় জিএসটি কমে যাওয়ার ফলে যে বাড়তি টাকা থেকে যায়, সেই টাকায় কেউ চকোলেট, জেমস বা ক্যাডবেরি কিনেছেন, আবার কেউ সেই টাকার সঙ্গে আরও কিছু যোগ করে অন্য কিছু কেনাকাটা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *