থানার সিসিটিভি ফুটেজ দেখতে IIT-এর সাহায্য চাইবে সুপ্রিম কোর্ট? কেন এত ক্ষুব্ধ শীর্ষ আদালত – এবেলা
এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: দেশের থানাগুলিতে সিসিটিভি ক্যামেরা থাকলেও তার ফুটেজ নিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে আদালতকে। কখনো বলা হচ্ছে ক্যামেরা খারাপ, কখনো বা ‘মেমোরি ফুল’। এই পরিস্থিতিতে দেশের পুলিশ স্টেশনগুলির ভোল পাল্টে সেগুলোকে প্রযুক্তি নির্ভর করার কথা ভাবছে সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ একটি স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে জানায়, তারা একটি এমন কন্ট্রোল রুম তৈরির কথা ভাবছে, যেখানে মানুষের হস্তক্ষেপ থাকবে না। আর এই ব্যবস্থা তৈরির জন্য দেশের আইআইটিগুলির (IITs) মতো প্রতিষ্ঠানের সাহায্য নেওয়া যেতে পারে।
হঠাৎ কেন এই আলোচনা? একটি হিন্দি সংবাদপত্রের প্রতিবেদন দেখে উদ্বিগ্ন হয় শীর্ষ আদালত। সেই প্রতিবেদনে বলা হয়, গত আট মাসে রাজস্থানে পুলিশ হেফাজতে ১১ জনের মৃত্যু হয়েছে। এরপর বিভিন্ন থানার কাছে সিসিটিভি ফুটেজ চাওয়া হলে, নানা রকম অজুহাত দেখিয়েছিল পুলিশ। এই ঘটনার পর ৪ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে।
আদালত এদিন পর্যবেক্ষণে বলেছে, ‘বিষয়টি নজরদারির। আজ কর্তব্যরত অফিসাররা নির্দেশ মানছেন, কিন্তু ভবিষ্যতে যদি কেউ ক্যামেরা বন্ধ করে দেয়, তাহলে কী হবে? আমাদের এর বিকল্প ভাবতে হবে।’
২০২০ সালের ২ ডিসেম্বর সুপ্রিম কোর্ট সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তাদের থানায় সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছিল। একই সঙ্গে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাগুলির দফতরেও সিসিটিভি লাগানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এদিন শুনানি চলাকালীন আইনজীবী দুষ্যন্ত দাভে জানান, এখনও অনেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলই এই নির্দেশ পালন করেনি। এসব দেখেই যেন ক্ষুব্ধ শীর্ষ আদালত বিকল্প ব্যবস্থার কথা ভাবছে।