হঠাৎ ইমরান খানের রহস্যময় বার্তা, জেলে বসেই ভারত-বধের ‘কৌশল’ ফাঁস! – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতের বিরুদ্ধে এশিয়া কাপে পরপর দু’বার শোচনীয় হারের পর পাকিস্তান ক্রিকেটে তোলপাড় চলছে। এই অপ্রত্যাশিত পরাজয় মেনে নিতে পারছে না কেউই। আর এই হারের পর তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন কারাবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ও ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান।
বর্তমানে কারাগারে থাকলেও দেশের ক্রিকেটের এই দুরবস্থা তাকে হতাশ করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উপর ক্ষুব্ধ ইমরান খান সেখান থেকেই এক ব্যঙ্গাত্মক বার্তা পাঠিয়েছেন। সোমবার ইমরানের বোন আলিমা খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বর্তমান পাকিস্তান দল যদি ভারতকে হারাতে চায়, তবে পিসিবি প্রধান মহসিন নকভি এবং পাক সেনাপ্রধান অসীম মুনিরকে ওপেনিংয়ে নামতে হবে।
শুধু তাই নয়, ইমরান আরও বলেছেন, ভারতকে হারানোর জন্য ম্যাচের আম্পায়ারের দায়িত্ব নিতে হবে পাকিস্তানের প্রাক্তন প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসা এবং প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজাকে। এমনকি, তৃতীয় আম্পায়ারের ভূমিকায় থাকবেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি সারফরাজ ডোগার। এই ব্যঙ্গাত্মক মন্তব্য থেকেই বোঝা যায়, দেশের ক্রিকেটের বর্তমান অবস্থার জন্য তিনি কতখানি ক্ষুব্ধ।
উল্লেখ্য, মহসিন নকভির ওপর আগেই একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন ইমরান খান। তিনি নকভির বিরুদ্ধে অযোগ্যতা এবং স্বজনপ্রীতির অভিযোগ এনে পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করার অভিযোগ করেছেন। ২০২৩ সালের আগস্ট থেকে ইমরান বিভিন্ন মামলায় কারাবন্দি রয়েছেন।
এশিয়া কাপের শুরু থেকেই পিসিবি ও এসিসি প্রধান হিসেবে মহসিন নকভি বিতর্কের কেন্দ্রে রয়েছেন। এমনকি, পাকিস্তানের বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি। ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক বিতর্ক, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে আইসিসিকে চিঠি পাঠানো এবং শেষ পর্যন্ত ম্যাচ-পরবর্তী প্রেস কনফারেন্স বাতিল করা— এসব ঘটনা বিতর্ক আরও উসকে দিয়েছে।
এদিকে, সুপার ফোরে ভারতের কাছে হেরে পাকিস্তানের এশিয়া কাপে টিকে থাকা এখন প্রায় অনিশ্চিত। মঙ্গলবার আবুধাবিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের সামনে ‘ডু অর ডাই’ ম্যাচ। এই ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে পাকিস্তান।