দেশি ব্রাউজারে আস্থা কেন্দ্রীয় মন্ত্রীর, গুগল-মাইক্রোসফটকে টেক্কা দিতে পারে জোহো – এবেলা
এবেলা ডেস্কঃ
কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবার স্বদেশি প্ল্যাটফর্মের দিকে ঝুঁকলেন। সোমবার তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানান, তিনি এবার থেকে দেশীয় ইন্টারনেট ব্রাউজার ‘জোহো’-তে কাজ করবেন। তাঁর এই পদক্ষেপকে দেশের নিজস্ব প্রযুক্তি বিকাশের ক্ষেত্রে একটি বড় উৎসাহ হিসেবে দেখা হচ্ছে।
মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে বলেন, ‘আমি এবার জোহো-তে শিফট হচ্ছি।’ তিনি আরও বলেন, এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ডকুমেন্ট, স্প্রেডশিট এবং প্রেজেন্টেশন তৈরি করা সম্ভব।
মন্ত্রীর এই সিদ্ধান্তে জোহো-র প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, মন্ত্রীর এই সমর্থন আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য বড় অনুপ্রেরণা, যারা গত ২০ বছর ধরে দিন-রাত পরিশ্রম করে এই পণ্য তৈরি করেছেন।
জোহো ব্রাউজার তৈরি করেছে চেন্নাই-ভিত্তিক একটি প্রযুক্তি সংস্থা, যা ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই স্বদেশি ব্রাউজারের মূল লক্ষ্য হল গুগল এবং অন্যান্য বিদেশি সার্চ ইঞ্জিন ব্রাউজারের ওপর দেশের নির্ভরতা কমানো। এর মাধ্যমে সাইবার নিরাপত্তার ঝুঁকি কমানো এবং ব্যবহারকারীদের ডেটা দেশের মধ্যেই সুরক্ষিত রাখা সহজ হবে। ফলে ডেটা ফাঁসের আশঙ্কাও কমে যাবে।
সংস্থার দাবি, এই ব্রাউজারটি শিশুদের ব্যবহারের জন্য সম্পূর্ণ সুরক্ষিত। এতে প্যারেন্টাল কন্ট্রোলের বিকল্পও রয়েছে। এছাড়াও, এটি বিভিন্ন আঞ্চলিক ভাষায় কাজ করতে পারে, যা দেশীয় ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা দেবে।