ভারতীয় মন্ত্রীকে কেন রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে গুগল ছেড়ে দেশি ব্রাউজারে যেতে হলো? – এবেলা
এবেলা ডেস্কঃ
তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন যে তিনি আর বিদেশি ব্রাউজার ব্যবহার করছেন না। এবার থেকে তিনি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি জোহো-তে (Zoho) নিজের কাজ সারবেন। জোহো একটি প্ল্যাটফর্ম যেখানে ডকুমেন্ট, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন তৈরি করা যায়। মন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে জোহোর প্রতিষ্ঠাতা শ্রীধর বেম্বু বলেন, এটি তাদের ইঞ্জিনিয়ারদের জন্য একটি বড় উৎসাহ, যারা গত দুই দশক ধরে এই পণ্যটি তৈরিতে অক্লান্ত পরিশ্রম করেছেন।
জোহো ব্রাউজারের বিশেষত্ব কী? চেন্নাই-ভিত্তিক এই গ্লোবাল টেকনোলজি কো ম্পা নি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। তাদের দাবি, জোহো ব্রাউজার ব্যবহার করলে গুগল বা অন্যান্য বিদেশি ব্রাউজারের ওপর নির্ভরতা কমবে। এর ফলে সাইবার নিরাপত্তার ঝুঁকিও কমানো যাবে। সবচেয়ে বড় সুবিধা হলো, ভারতীয় ব্যবহারকারীদের ডেটা ভারতেই সুরক্ষিত থাকবে, যার ফলে ডেটা ফাঁসের আশঙ্কা অনেকটাই কমে যাবে। কো ম্পা নি আরও জানিয়েছে যে জোহো ব্রাউজার শিশুদের জন্য বিশেষভাবে উপযুক্ত। এতে প্যারেন্টাল কন্ট্রোল-এর মতো সুবিধাও রয়েছে এবং এটি ভারতের বিভিন্ন স্থানীয় ভাষা সমর্থন করে।