তৃণমূলের নতুন কমিটি ঘোষণার পরেই বড় ধাক্কা! পদত্যাগ করলেন হাওড়ার হেভিওয়েট বিধায়ক – এবেলা
এবেলা ডেস্কঃ
তৃণমূলের নতুন ব্লক ও টাউন কমিটি ঘোষণার পরই বিতর্কের মুখে পড়েছে দল। সম্প্রতি হাওড়া গ্রামীণ জেলার কমিটি ঘোষণা হতেই পদত্যাগ করেছেন জেলার চেয়ারম্যান ও হেভিওয়েট বিধায়ক সমীর পাঁজা। বিধানসভা নির্বাচনের আগে দল গোছানোর এই প্রক্রিয়ায় এমন পদত্যাগ স্বাভাবিকভাবেই তৃণমূলের অন্দরে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে।
রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই অভ্যন্তরীণ কোন্দল যেন এক নিত্যনৈমিত্তিক ঘটনা। জেলায় জেলায় এই গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে বারবার রাজ্য নেতৃত্ব কঠোর বার্তা দিলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। সম্প্রতি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিটি জেলার ব্লক এবং টাউনের নতুন কমিটি ঘোষণা করা হচ্ছে। এই কমিটি গঠনের মাধ্যমে দল বিধানসভা নির্বাচনের আগে নিজেদের শক্তি বৃদ্ধি করতে চাইছে। কিন্তু হাওড়ায় কমিটি ঘোষণার পর থেকেই একাধিক অসন্তোষের খবর সামনে আসে। আর এর মধ্যেই সমীর পাঁজার পদত্যাগ যেন তৃণমূলের ঘর গোছানোর প্রচেষ্টায় বড়সড় ধাক্কা। বিশেষজ্ঞদের মতে, নতুন কমিটি গঠনই দলের পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে।