বিদেশে ছেড়ে ভারতে এসে চুল কালো করলেন ইউক্রেনীয় তরুণী, পরছেন শাড়ি-সালোয়ার! কেন বদলে গেল তাঁর জীবন? – এবেলা
এবেলা ডেস্কঃ
ইউক্রেন থেকে ভারতে এসে এক নতুন জীবন শুরু করেছেন ভিক্টোরিয়া চক্রবর্তী। একজন ভারতীয়ের সঙ্গে বিয়ের পর তাঁর জীবনে এসেছে আমূল পরিবর্তন, যা তিনি নিজেই ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর এই বদলে যাওয়া জীবন দেখে অবাক হয়েছেন অনেকেই। কী এমন ঘটেছে ভিক্টোরিয়ার জীবনে?
ভিক্টোরিয়া গত আট বছর ধরে ভারতে বসবাস করছেন। সম্প্রতি একটি ভিডিওতে তিনি তুলে ধরেছেন বিয়ের আগের এবং পরের জীবনের পার্থক্য। তিনি জানিয়েছেন, ভারতীয় পরিবারে মিশে যাওয়ার পর ছোট ছোট কিছু পরিবর্তন তাঁর জীবনকে আনন্দ ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছে।
ভিক্টোরিয়ার জীবনের তিন বড় পরিবর্তন
ভিক্টোরিয়ার মতে, তাঁর জীবনে আসা তিনটি বড় পরিবর্তন হলো—
পোশাকে বদল: একসময় শাড়ি পরা তাঁর কাছে অচেনা ছিল, কিন্তু এখন শাড়ি তাঁর পোশাকের একটি গুরুত্বপূর্ণ অংশ। কোনো অনুষ্ঠানে শাড়ি না পরলে তাঁর ভালোই লাগে না। এই ঐতিহ্যবাহী পোশাক তাঁকে এক নতুন আত্মবিশ্বাস দিয়েছে।
খাবারের অভ্যাসে পরিবর্তন: আগে কাঁটাচামচ দিয়ে খেতেন, কিন্তু এখন হাত দিয়ে খাবার খেতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাঁর মতে, হাত দিয়ে খেলে খাবারের স্বাদ আরও বেড়ে যায়।
সংস্কৃতি ও উৎসবের প্রতি ভালোবাসা: ভারতের রঙিন উৎসব, যেমন দীপাবলির আলো বা হোলির রং তাঁর জীবনের অন্যতম প্রিয় অংশ হয়ে উঠেছে। পরিবারের সঙ্গে এই উৎসবগুলো পালন করা তাঁকে নিজের বাড়ির মতোই এক অনুভূতি দেয়।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর তা দ্রুত ভাইরাল হয়েছে এবং হাজার হাজার মানুষ ভিক্টোরিয়ার প্রশংসা করেছেন। অনেকে লিখেছেন, শাড়িতে তাঁকে অসাধারণ দেখাচ্ছে এবং তিনি আগের চেয়ে অনেক বেশি সুখী ও আত্মবিশ্বাসী। ভিক্টোরিয়া আরও জানিয়েছেন, ভারতে আসার আগে অনেকেই তাঁকে নিরুৎসাহিত করেছিলেন, কিন্তু তিনি তাঁদের ভুল প্রমাণ করে নিজের ভালোবাসার মানুষ, নতুন জীবন এবং একটি সফল ব্লগিং ক্যারিয়ার খুঁজে পেয়েছেন।