ইন্দোরে একের পর এক বহুতল বিপর্যয়, ভেঙে পড়ল দু’টি বাড়ি, মৃত ২ – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রদেশের ইন্দোর শহরে পরপর দুটি বহুতল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সোমবার রাতে ইন্দোরের জওহর মার্গের প্রেমসুখ টকিজের কাছে একটি তিনতলা পুরোনো বাড়ি হঠাৎ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আলিফা ও ফাহিম নামের দুজনের মৃত্যু হয়।
আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়েই জেলাশাসক শিবম ভার্মা ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দেন। প্রশাসন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
অন্যদিকে, একই রাতে ইন্দোরের রানিপুরা এলাকায় আরেকটি তিনতলা বাড়িও হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ১১ জনকে। তারাও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অল্প সময়ের ব্যবধানে দুটি বহুতল ভেঙে পড়ার এই ঘটনা শহরে চাঞ্চল্য সৃষ্টি করেছে।