নতুন GST কাঠামোয় সারের দাম কি সত্যিই কমবে? কৃষকদের মধ্যে বাড়ছে সংশয় – এবেলা
এবেলা ডেস্কঃ
নতুন জিএসটি কাঠামো চালু হতে চলেছে, কিন্তু সার তৈরির কাঁচামালের উপর জিএসটি কমানো হলেও কৃষকদের মনে সংশয় তৈরি হয়েছে। সারের দাম কি সত্যিই কমবে, নাকি মুনাফা আরও বাড়বে প্রস্তুতকারক সংস্থাগুলির?
কেন্দ্রীয় সরকার সার তৈরির কাঁচামাল যেমন— অ্যামোনিয়া, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের উপর জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার ঘোষণা করেছে। কিন্তু তৈরি সারের উপর জিএসটি ৫ শতাংশই থাকছে। সরকারের দাবি, এতে কাঁচামাল ও তৈরি সারের জিএসটি হারের মধ্যে সামঞ্জস্য আসবে, যা কৃষকদের জন্য সুবিধা বয়ে আনবে।
তবে কৃষকদের প্রশ্ন, এই সিদ্ধান্তের ফলে বাস্তবে সারের দাম কমবে তো? গত এক বছরে সারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যেমন, এক বছর আগে এনপিকে ১০:২৬:২৬ সারের ৫০ কেজির দাম ছিল প্রায় ১,৪৭০ টাকা, যা এখন বেড়ে প্রায় ১,৯০০ টাকা হয়েছে। এই মূল্যবৃদ্ধি কৃষকদের জন্য বড় সমস্যা তৈরি করেছে।
বিশেষজ্ঞরাও নিশ্চিত করে বলতে পারছেন না, এই নতুন কাঠামোয় সারের দাম আদৌ কমবে কি না। কৃষকদের আশঙ্কা, জিএসটি কমানোর সুবিধাটুকু সার প্রস্তুতকারকরাই ভোগ করবে এবং সারের দাম আগের মতোই থেকে যাবে বা আরও বাড়বে। তৃণমূল স্তরের কৃষকরা তাই এই পদক্ষেপের প্রকৃত প্রভাব সম্পর্কে অন্ধকারে রয়েছেন এবং তাদের মনে তৈরি হওয়া সংশয় নিরসনে কোনো স্পষ্ট উত্তর মিলছে না।