কর্মরত শিক্ষকদেরও দিতে হবে TET! সুপ্রিম কোর্টের নির্দেশের পর নতুন তোলপাড়, তথ্য তলব করল পর্ষদ – এবেলা
এবেলা ডেস্কঃ
সুপ্রিম কোর্টের একটি নির্দেশের পর এবার নড়েচড়ে বসেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কর্মরত সমস্ত প্রাথমিক শিক্ষকদের বাধ্যতামূলকভাবে টিচার এলিজিবিলিটি টেস্ট (TET) দিতে হবে বলে জানানো হয়েছে। এই নির্দেশ কার্যকর করতে পর্ষদ রাজ্যজুড়ে প্রতিটি জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে শিক্ষকদের চাকরির মেয়াদ, যোগদানের তারিখ এবং কতজন শিক্ষক এই পরীক্ষার আওতায় পড়ছেন, তার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এই পদক্ষেপের পর রাজ্যের লক্ষাধিক প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই নির্দেশের পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও নতুন মোড় এসেছে। সম্প্রতি মামলাকারীরা একটি ‘অযোগ্য’দের তালিকা আদালতে পেশ করেছেন। সিবিআই-এর চার্জশিটে র্যাঙ্ক জাম্প ও মেধাতালিকা লঙ্ঘন করে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে। এই চার্জশিট এবং তালিকা বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে জমা দেওয়া হয়েছে। এই ঘটনায় নিয়োগ দুর্নীতি নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।