পাকিস্তানকে কি ভারতের বিরুদ্ধে সমর্থন দেবে সৌদি আরব? চুক্তির পর পাক মন্ত্রীর চাঞ্চল্যকর দাবি – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতের সাথে কোনো যুদ্ধ হলে সৌদি আরব পাকিস্তানকে সমর্থন করবে। এমনটাই দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার পরেই আসিফের এই মন্তব্য সামনে এল।
এক সাক্ষাৎকারে আসিফকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, ভারত-পাকিস্তান যুদ্ধে সৌদি আরব কি পাকিস্তানের পক্ষ নেবে? এর উত্তরে তিনি বলেন, “হ্যাঁ, অবশ্যই। এতে কোনো সন্দেহ নেই।” আসিফ আরও জানান, এই চুক্তির ফলে দুটি ইসলামিক দেশ একে অপরের ওপর যেকোনো ধরনের আক্রমণে যৌথভাবে প্রতিরোধ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, পাকিস্তান বা সৌদি আরবের ওপর যেকোনো স্থান থেকে আক্রমণ হলে তা দুই দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে এবং তারা সম্মিলিতভাবে এর জবাব দেবে।
উল্লেখ্য, কাশ্মীর উপত্যকার পাহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ‘অপারেশন সিন্দুর’ শুরু করে, যার মাধ্যমে তারা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসী আস্তানায় হামলা চালায়।
এদিকে, এই চুক্তি নিয়ে ভারতও প্রতিক্রিয়া জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সরকার এই চুক্তির ফলে ভারতের জাতীয় নিরাপত্তার ওপর কী প্রভাব পড়তে পারে তা নিবিড়ভাবে খতিয়ে দেখছে। তিনি আরও বলেন, “ভারত তার জাতীয় স্বার্থ রক্ষা এবং সকল ক্ষেত্রে ব্যাপক জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।” জয়সওয়াল জোর দিয়ে বলেন, ভারতের জাতীয় নিরাপত্তা সর্বদাই সর্বোচ্চ অগ্রাধিকার।