কলকাতা শহরে আতঙ্কের রাত, জলমগ্ন রাস্তায় পর পর মৃত্যু – এবেলা
এবেলা ডেস্কঃ
পুজোর আগে দুর্যোগ! সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে ভাসছে কলকাতা। আর এই জমা জলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহরে প্রাণ হারালেন অন্তত সাতজন।
মঙ্গলবার সকালে নেতাজিনগর এলাকায় সাইকেলে করে যাচ্ছিলেন ফল বিক্রেতা বাবু কুণ্ডু। রাস্তায় জমে থাকা জল পার হতে গিয়ে বেসামাল হয়ে তিনি একটি বিদ্যুতের খুঁটি ধরে ফেলেন। মুহূর্তে বিদ্যুতের আঘাতে ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ কর্মী জানান, তিনি তাঁর কিয়স্কে ছিলেন যখন একজন এসে জানান যে কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন একজনের দেহ গলির মুখে পড়ে আছে। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। ঠিক সেই সময়ে একটি কুকুর সেই জমা জলের দিকে যেতেই একইভাবে পড়ে যায়। এরপরই পুলিশ নিশ্চিত হয় যে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা।
সকাল সাড়ে ছ’টা নাগাদ কালিকাপুর মোড়ের কাছে একই ধরনের আরও একটি ঘটনা ঘটে। সাইকেল নিয়ে যাওয়ার সময় এক বছর পঞ্চাশের ব্যক্তি লুটিয়ে পড়েন। পুলিশ মনে করছে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মারা গেছেন। তাঁর দেহ উদ্ধারে পুলিশকে বেশ বেগ পেতে হয়।
এছাড়াও, গড়িয়াহাট থানা এলাকার বালিগঞ্জ প্লেসে একজন, ইকবালপুরের হোসেন সাহ রোডে ষাটোর্ধ্ব জিতেন্দ্র সিংহ এবং বেনিয়াপুকুরের সিআইটি রোডে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানাচ্ছে, প্রত্যেকের মৃত্যু হয়েছে বিদ্যুতের ছোবলে।
কলকাতায় বর্ষায় জল জমা নতুন কিছু নয়। কিন্তু এইবারের টানা বৃষ্টি অতীতের অনেক ভয়াবহ স্মৃতি ফিরিয়ে এনেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সাম্প্রতিক অতীতে এমন জলমগ্ন শহর তাঁরা দেখেননি। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এতজনের মৃত্যুর ঘটনায় গোটা শহরেই এক গভীর আতঙ্কের সৃষ্টি হয়েছে।