ভয়ংকর কাণ্ড! দিল্লির বিভিন্ন প্রান্তে কূট্টু আটা খেয়ে অসুস্থ ২০০ জন, হাসপাতালে হুলস্থুল – এবেলা
এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: নবরাত্রির উপবাস চলাকালীন কূট্টু আটা খেয়ে ভয়ানক বিপদে পড়লেন অসংখ্য মানুষ। দিল্লির জাহাঙ্গীরপুরী, মহেন্দ্র পার্ক, সময়পুর, ভালসওয়া ডেইরি, লাল বাগ এবং স্বরূপ নগর সহ একাধিক অঞ্চলে প্রায় ২০০ জন মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এদের সকলেরই পেটে ব্যথা, বমি এবং ডায়েরিয়ার মতো উপসর্গ দেখা যায়। দ্রুত তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কী ঘটেছিল?
২৩ সেপ্টেম্বর সকাল ৬টা ১০ মিনিট নাগাদ পুলিশ একটি খবর পায় যে কূট্টু আটা খাওয়ার পর বহু মানুষ অসুস্থ বোধ করছেন। খবরটি ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা সেই দোকানদারকে ঘিরে ধরেন, যার কাছ থেকে তারা ওই আটা কিনেছিলেন। এই ঘটনার গুরুত্ব বুঝে উত্তর-পশ্চিম জেলার ডিসিপি দ্রুত খাদ্য দফতরকে বিষয়টি জানান এবং সমস্ত দোকানদারকে সতর্ক থাকার নির্দেশ দেন।
হাসপাতালের অবস্থা
বিজেআরএম হাসপাতালের প্রধান চিকিৎসা আধিকারিক, ড. বিশেষ যাদব জানান, তাদের জরুরি বিভাগে ১৫০ থেকে ২০০ জন রোগী এসেছিলেন। প্রত্যেকের অবস্থাই এখন স্থিতিশীল এবং কাউকে হাসপাতালে ভর্তি করতে হয়নি। প্রাথমিক চিকিৎসা ও ওষুধ দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ড. যাদব আরও বলেন যে এটি সম্ভবত খাদ্যে বিষক্রিয়ার কারণে ঘটেছে। খাদ্য দফতর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এটি জানার জন্য যে আটাটি খারাপ ছিল নাকি তাতে কোনো ভেজাল মেশানো হয়েছিল।