সরাসরি মেয়ের চোখের সামনেই স্ত্রীকে নৃশংসভাবে খুন! স্বামীর এমন কাণ্ডে আঁতকে উঠল পুলিশ – এবেলা
এবেলা ডেস্কঃ
সম্প্রতি বেঙ্গালুরুতে আবারও ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। মাত্র তিন মাস আগে বিয়ে হওয়া স্ত্রীকে প্রকাশ্য বাসস্ট্যান্ডে কুপিয়ে খুন করলেন স্বামী। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে স্ত্রীর নিজের ১২ বছরের মেয়ের সামনেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহের জেরেই এই ঘটনা।
২৮ বছর বয়সী রেখা নামে এক তরুণীকে তাঁর স্বামী লোকেশ খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। লোকেশ এবং রেখার দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে ছিল এবং তাঁরা তিন মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। জানা যায়, রেখা একটি কল সেন্টারে কাজ করতেন এবং সেখানেই লোকেশকে গাড়ি চালকের চাকরি খুঁজে দেন। কিন্তু কিছুদিনের মধ্যেই লোকেশের মনে রেখার চরিত্র নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করে।
এই সন্দেহের বশেই লোকেশ গত দিন সকালে রেখা যখন মেয়ের সঙ্গে বাসের জন্য অপেক্ষা করছিলেন, তখনই তাঁর ওপর ধারালো ছুরি নিয়ে হামলা চালান। চোখের পলকে পরপর ছুরির আঘাতে রেখাকে খুন করে লোকেশ ঘটনাস্থল থেকে চম্পট দেন। স্থানীয়রা দ্রুত রেখাকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর পুলিশ লোকেশের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে এবং তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে।
এই একই ধরনের ঘটনা এর আগেও বেঙ্গালুরুতে ঘটেছে। গত আগস্ট মাসে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বিজয় কুমার নামে এক যুবককে খুন করার অভিযোগ ওঠে তাঁর বাল্যবন্ধু ধনঞ্জয়ের বিরুদ্ধে। পুলিশি তদন্তে জানা যায়, বিজয় তাঁর স্ত্রী আশার সঙ্গে ধনঞ্জয়ের অবৈধ সম্পর্ক জানতে পারেন। এরপর বিজয় স্থান পরিবর্তন করলেও আশা ধনঞ্জয়ের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। বিজয়ের মৃতদেহ উদ্ধারের পর পুলিশ আশা ও ধনঞ্জয়ের পরিকল্পিত খুনের সন্দেহ করে। এই ঘটনায় আশা আটক হলেও ধনঞ্জয় এখনও পলাতক।