৩ প্যালেস্তিনীয়কে প্রকাশ্যেই নির্মমভাবে খুন! কেন এমন বর্বরতা দেখাল হামাস? – এবেলা

এবেলা ডেস্কঃ

ইসরায়েলের (Israel) সঙ্গে আঁতাত ও তথ্য সরবরাহের অভিযোগে এবার নিজেদের তিন নাগরিককে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করল হামাস (Hamas)। গত রবিবার (২২ সেপ্টেম্বর) গাজার (Gaza) বুকে এই নৃশংস ঘটনা ঘটানো হয়, যা গোটা বিশ্বে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

বিবিসি-র রিপোর্ট অনুযায়ী, ওই তিন প্যালেস্তিনীয়কে (Palestinian) গাজা শহরের প্রধান চত্বরে নিয়ে আসা হয়। তাদের চোখ কালো কাপড়ে বাঁধা ছিল। হাঁটু মুড়ে মাটিতে বসিয়ে আরবীতে কিছু কথা বলার পর জনসমক্ষেই তাদের গুলি করে হত্যা করা হয়।

হামাসের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের পর একটি হাতে লেখা চিরকুট ফেলে রাখা হয়। তাতে লেখা ছিল, “তোমরা গুরুতর অপরাধ করেছ, যার জন্য এই শাস্তি অনিবার্য ছিল।” হামাসের মন্ত্রীদের মতে, এই তিন ব্যক্তি ইসরায়েলি বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে কাজ করছিল। জানা গেছে, নিহতদের মধ্যে ইয়াসির আবু সাদাব নামে একজন ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রিত রাফা এলাকায় কাজ করতেন। এই খবর জানতে পেরেই হামাস তাকে এবং তার আরও দুই সঙ্গীকে নৃশংসভাবে হত্যা করে।

নিউ ইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, কাসাম ব্রিগেড, ইসলামিক জিহাদ এবং মুজাহিদিন ব্রিগেড—এই তিনটি গোষ্ঠী যৌথভাবে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। প্রকাশ্য স্থানে এমন বর্বরতার ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *