বিবাহের তিন মাসের মধ্যেই স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ, ১২ বছরের মেয়ের সামনেই রেখাকে খুন করল স্বামী! – এবেলা
এবেলা ডেস্কঃ
বেঙ্গালুরু: ভরা রাস্তায়, নিজের ১২ বছরের মেয়ের চোখের সামনে স্ত্রীকে একের পর এক ছুরির কোপ মেরে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর এক ব্যস্ত বাস স্ট্যান্ডে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের সন্দেহ ছিল, সদ্য বিবাহিত স্ত্রী রেখার অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ বছর বয়সী রেখা তাঁর দ্বিতীয় স্বামী লোকেশের সঙ্গে মাত্র তিন মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। রেখা দুটি সন্তানের মা হলেও লোকেশের কোনো সন্তান নেই। রেখা একটি কল সেন্টারে কাজ করতেন এবং তিনিই লোকেশকে সেই কল সেন্টারে গাড়ি চালকের চাকরি জোগাড় করে দেন।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি লোকেশের মনে সন্দেহ ঘনীভূত হয় যে রেখা অন্য কারও প্রতি আসক্ত। এই সন্দেহের বশেই বুধবার সকালে বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করার সময় রেখার ওপর ধারালো ছুরি নিয়ে হামলা চালায় সে। রেখাকে উপর্যুপরি ছুরির কোপ মেরে মৃত্যু নিশ্চিত করার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত লোকেশ। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় রেখাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর পুলিশ অভিযুক্ত লোকেশের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে এবং তার খোঁজে তল্লাশি শুরু করেছে। নৃশংস এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।