সকালে বাড়ি থেকে বেরিয়েই মাথায় হাত! রাতভর বৃষ্টিতে কী এমন ঘটল কলকাতা ও হাওড়ায় – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা এবং শহরতলিতে রাতভর বৃষ্টির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে রেল পরিষেবা। শিয়ালদহ ও হাওড়া দুই ডিভিশনেই ট্রেন চলাচল অনিয়মিত হয়ে পড়েছে। এর জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা। লাইনে জল জমার কারণে বন্ধ রয়েছে শিয়ালদহ দক্ষিণ ও চক্ররেলের পরিষেবা। বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
হাওড়া ও শিয়ালদহ দুই ডিভিশনেই লাইনের ওপর জল জমে যাওয়ায় ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। শিয়ালদহ স্টেশনের কাছে মেন, বনগাঁ এবং হাসনাবাদ লাইনেও জল জমেছে। এর ফলে ডাউন লাইনের ট্রেনগুলি দমদম জংশনের পর আর এগোতে পারছে না। হাওড়া ডিভিশনেও বন্দে ভারত এক্সপ্রেসসহ একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের পরিষেবা বিঘ্নিত হয়েছে। এমনকি, তারকেশ্বর ও বর্ধমান মেন লাইনেও ট্রেন চলছে দেরিতে।
রেল কর্মীরা পাম্প করে জল বের করার চেষ্টা করছেন, কিন্তু অবিরাম বৃষ্টির কারণে জল আবার ফিরে আসছে। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়। এর ফলে যাত্রীরা ঠিকমতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না এবং অনেকে বিকল্প ব্যবস্থার খোঁজে বেরিয়েও জলমগ্ন রাস্তায় আটকে পড়ছেন।
অন্যদিকে, কলকাতা মেট্রোর ব্লু লাইনেও বৃষ্টির প্রভাব পড়েছে। মহানায়ক উত্তম কুমার এবং রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝে জল জমে যাওয়ায় শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ রয়েছে। আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করছে। সব মিলিয়ে, রাতভর বৃষ্টির জেরে সাধারণ মানুষের জীবনযাত্রা থমকে গিয়েছে।