রাতভর বৃষ্টিতে ভাসছে কলকাতা, জল-যন্ত্রণা আর ৫ জনের মৃত্যুতে চরম দুর্ভোগে শহর! – এবেলা

এবেলা ডেস্কঃ

পুজোর ঠিক আগে একটানা ভারী বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত গোটা শহর। গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার বহু এলাকা। কোথাও হাঁটু সমান জল, কোথাও বা তারও বেশি। শহরের রাস্তাঘাট, বাজার, অফিসপাড়া থেকে শুরু করে বহু আবাসিক এলাকা এখনও জলের নীচে। পুজোর মুখে এমন পরিস্থিতি জনজীবনকে এক সংকটের মুখে ঠেলে দিয়েছে। এই প্রবল বর্ষণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে, এই বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ও পূর্ব কলকাতা। গড়িয়া কামডহরি, যোধপুর পার্ক, কালীঘাট, তপসিয়া, বালিগঞ্জ এবং চেতলার মতো এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আলিপুরে ২৪৭.৫ মিমি বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে। এর ফলে মোমিনপুর, চিংড়িঘাটা, পালমার বাজার, ধাপা এবং উল্টোডাঙার মতো এলাকাও ব্যাপক জলমগ্ন হয়ে পড়েছে।

বৃষ্টির প্রভাব শুধু শহরের সড়ক পথেই সীমাবদ্ধ নয়, রেল পরিষেবাও বিপর্যস্ত। হাওড়া ও শিয়ালদহ স্টেশনের ইয়ার্ডসহ একাধিক গুরুত্বপূর্ণ রেল এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ফলে বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বা ছোট রুটে চালানো হচ্ছে। এমনকি দূরপাল্লার ট্রেন যেমন বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচিও বদলানো হয়েছে। মেট্রো পরিষেবাও সাময়িকভাবে বিঘ্নিত হলেও, কলকাতা বিমানবন্দরে উড়ান পরিষেবা স্বাভাবিক রয়েছে।

টানা বৃষ্টির কারণে পুজোর প্রস্তুতিতে ব্যাপক প্রভাব পড়েছে। মণ্ডপ তৈরির কাজ ব্যাহত হচ্ছে এবং পুজোর কেনাকাটায়ও ভাটা পড়েছে। ব্যবসায়ীরা ক্ষতির আশঙ্কায় রয়েছেন। এদিকে, আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৫ সেপ্টেম্বরের আশেপাশে আরও একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *