জাতীয় সড়কে টোটোকে ধাক্কা, ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের! মালদায় উদ্ধার নেশাজাতীয় দ্রব্য – এবেলা
এবেলা ডেস্কঃ
মালদা থেকে কালিয়াচকগামী জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুজন। আহত হয়েছেন আরও চারজন। স্থানীয় সূত্রে খবর, একটি দ্রুতগামী মারুতি গাড়ি পেছন থেকে একটি টোটোতে ধাক্কা মারে। ঘটনার পরেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জালালপুর ডাঙ্গা এলাকা পেরোতেই এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেআইনিভাবে জাতীয় সড়কে টোটো চলাচল করছিল। এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে, যা প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়।
দুর্ঘটনার সময় টোটোতে চালকসহ মোট তিনজন যাত্রী ছিলেন। ধাক্কার অভিঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুজাপুরের ব্রমোত্তরের ও বামুনগ্রামের এক বাসিন্দার। গুরুতর আহত দুই যাত্রীকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরাও সুজাপুর এলাকার বাসিন্দা।
অন্যদিকে, মারুতি গাড়ির যাত্রীরাও আহত হয়েছেন। তাঁদের কাছ থেকে পুলিশ নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করেছে। স্থানীয়দের অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।