ভালোবাসা নাকি দায়িত্ব? স্বামীকে ছেড়ে প্রেমিকের হাত ধরল স্ত্রী, অবাক করা সিদ্ধান্ত নিল স্বামী! – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের সন্ত কবীরনগরে এক আশ্চর্য ঘটনা সামনে এসেছে, যেখানে একজন স্বামী তাঁর স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দিয়েছেন। শুধু তাই নয়, নিজের হাতে দাঁড়িয়ে থেকে তাঁদের বিয়েও দিয়েছেন। এই ঘটনা গোটা এলাকায় শোরগোল ফেলে দিয়েছে।
কী ঘটেছিল?
ধনঘাটা থানা এলাকার কাটারা জোত গ্রামের বাসিন্দা বুবলু তাঁর স্ত্রী রাধিকা এবং দুই সন্তানকে নিয়ে সুখে সংসার করছিলেন। ২০১৭ সালে তাঁদের বিয়ে হয়েছিল এবং আট বছরের দাম্পত্য জীবনে তাদের সাত বছরের ছেলে আরিয়ান এবং দুই বছরের মেয়ে শিভানি রয়েছে।
বুবলু কাজের জন্য প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। সেই সময় রাধিকা গ্রামেরই এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এই সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই গোটা গ্রামে কানাঘুষা শুরু হয়। খবর বুবলুর কানে পৌঁছলে প্রথমে তিনি স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু রাধিকা তাঁর সিদ্ধান্তে অনড় ছিলেন এবং প্রেমিকের সঙ্গেই থাকতে চেয়েছিলেন।
অদ্ভূত সিদ্ধান্ত নিলেন স্বামী
স্ত্রীর এই সিদ্ধান্তে হতাশ না হয়ে বুবলু এক অভাবনীয় পদক্ষেপ নেন। তিনি গ্রামের পঞ্চায়েত ডাকেন এবং সবার সামনে বলেন, “আমি আমার স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে দেব। আর আমাদের দুই সন্তানকে আমি একাই বড় করব।” রাধিকাও নিজের সন্তানদের ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর বুবলু আইনি ভাবে একটি নোটারি তৈরি করান এবং মন্দিরে দাঁড়িয়ে রাধিকা ও তাঁর প্রেমিকের বিয়ের ব্যবস্থা করেন।
সাধারণত এমন পরিস্থিতিতে মারামারি বা খুনের মতো ঘটনা দেখা যায়, কিন্তু বুবলুর এই পদক্ষেপ সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁর এই সিদ্ধান্ত সমাজে আলোচনার বিষয় হয়ে উঠেছে।