বিরাট-অনুষ্কার সঙ্গে লন্ডনে কে? বাবা-মায়ের সঙ্গে প্রকাশ্যে ছোট্ট সদস্যকে দেখে প্রশ্ন নেটপাড়ার – এবেলা

এবেলা ডেস্কঃ

অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং ক্রিকেটার বিরাট কোহলি, এই তারকা দম্পতিকে সবসময়ই ক্যামেরার ফোকাসে দেখা যায়। সম্প্রতি লন্ডন থেকে তাঁদের একটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে অনুরাগীরা রীতিমতো উচ্ছ্বসিত। ছবিতে দেখা যাচ্ছে, এই তারকা দম্পতি তাঁদের ছোট ছেলে আকায়কে নিয়ে বেড়াতে বেরিয়েছেন।

ছবিতে লন্ডনের রাস্তায় আরামদায়ক পোশাকে দেখা গিয়েছে বিরাট ও অনুষ্কাকে। মেরুন রঙের লেগিংস, সোয়েটশার্ট ও স্নিকারে অনুষ্কাকে দেখা যায়, যিনি একটি স্ট্রলারে আকায়কে বসিয়ে নিয়ে যাচ্ছিলেন। অন্যদিকে, বিরাট কোহলি একটি বাদামি রঙের সোয়েটশার্ট এবং নীল জিন্সে তাঁর পাশে হাঁটছিলেন। এই ছবি দেখে বহু দিন পর এই জুটিকে একসঙ্গে দেখে তাঁদের অনুরাগীরা আনন্দ প্রকাশ করেছেন।

দীর্ঘদিন ধরে নিজেদের সন্তানদের, বিশেষত আকায়ের ছবি প্রকাশ করা থেকে বিরত থেকেছেন এই তারকা দম্পতি। আকায়ের মুখ যাতে প্রকাশ্যে না আসে, সে বিষয়ে তাঁরা সব সময় সতর্ক থেকেছেন। তবে এবার বাবা-মায়ের সঙ্গে ছোট্ট আকায়কে দেখে অনুরাগীদের মুখে খুশির হাসি ফুটে উঠেছে। অনেকেই এই ছবি দেখে তাঁদের মন্তব্য জানিয়েছেন। একজন অনুরাগী লিখেছেন, ‘অনেক দিন পর বিরাট আর অনুষ্কাকে একসঙ্গে দেখে ভালো লাগল।’ আরেকজন লিখেছেন, ‘কর্তব্যে রত বাবা-মা।’

উল্লেখ্য, ২০১৭ সালে ইতালিতে তাঁদের বিয়ে হয়েছিল। এরপর তাঁদের প্রথম সন্তান ভামিকা ২০২১ সালে জন্ম নেয়। আর চলতি বছর ১৫ ফেব্রুয়ারি তাঁদের দ্বিতীয় সন্তান আকায়ের জন্ম হয়। গুজব রয়েছে যে আকায়ের জন্মের পর থেকে এই তারকা পরিবার লন্ডনেই রয়েছে। যদিও তাঁরা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *