উচ্চ মাধ্যমিক রেজাল্ট পুজোর পরেই, তারিখ ঘোষণা করল সংসদ! কী বলছে নতুন নিয়ম? – এবেলা

এবেলা ডেস্কঃ

এই প্রথম সেমিস্টার পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অপেক্ষার অবসান ঘটিয়ে এবার ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সোমবার জানিয়েছেন, ৩১ অক্টোবরের আশেপাশে ফল প্রকাশিত হতে পারে।

তিনি বলেন, প্রায় ৩৮ থেকে ৩৯ লক্ষ OMR শিট খতিয়ে দেখার কাজ চলছে। এই কাজ কেন্দ্রীয়ভাবে কলকাতায় সম্পন্ন হচ্ছে। এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩ জন, যার মধ্যে ছাত্রীর সংখ্যা ৩ লক্ষ ৬৯ হাজার ৯৩৫ এবং ছাত্র ২ লক্ষ ৯০ হাজার ৪০৭ জন। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৮.৪২ শতাংশ, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। মাত্র ১০ হাজার ৪৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

নতুন সেমিস্টার পদ্ধতিকে সংসদ সফল বলেই মনে করছে। চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ২৫ সেপ্টেম্বর সংসদের আধিকারিকরা বৈঠকে বসবেন ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে আলোচনার জন্য।

যে দুটি বায়োলজি প্রশ্ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, সংসদ স্পষ্ট করে দিয়েছে যে, পরীক্ষার্থীরা যদি সেই প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করে থাকেন, তাহলে তাদের নম্বর দেওয়া হবে। এই বছরের পরীক্ষায় মাত্র দুজন পরীক্ষার্থী মোবাইল ফোনসহ ধরা পড়ে। একজন হাওড়ার জগৎবল্লভপুর হাই স্কুলের ছাত্রী এবং আরেকজন নদিয়ার ছাত্র। দুজনেরই পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া, দুর্ব্যবহারের জন্য সন্তোষপুর হাইস্কুলের এক ছাত্রীর পরীক্ষা বাতিল হয়েছে।

উল্লেখ্য, এই বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নতুন সেমিস্টার পদ্ধতিতে শুরু হয়েছে। প্রথম সেমিস্টার শেষ হয়েছে গত ৮ সেপ্টেম্বর। দ্বিতীয় সেমিস্টার আগামী বছর মার্চে অনুষ্ঠিত হবে। এই দুই সেমিস্টারের প্রাপ্ত নম্বর যোগ করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *