অভিষেকের নিশানায় মোদি কেন জিএসটি কমালেন? ডায়মন্ড হারবার থেকে বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতার – এবেলা

এবেলা ডেস্কঃ

মোদি সরকারের জিএসটি কমানোর সিদ্ধান্ত নিয়ে এবার সরাসরি কেন্দ্রের ওপর চাপ বাড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে ওঠে না।” অভিষেক কটাক্ষ করে বলেন, ২০১৯ সালে বিজেপি লোকসভায় ৩০৩ আসন পেয়েছিল, তাই জিএসটি ছিল ২৭%। এখন সেই সংখ্যা ২৪০-এ নেমে আসার পরেই জিএসটি কমে হয়েছে ১৮%। এর থেকেই বোঝা যায়, বিজেপি জিতলে কর বাড়ে আর হারলে কর কমে। এর সঙ্গে তিনি দাবি করেন, ২০২৬-এর নির্বাচনের কথা মাথায় রেখেই এই জিএসটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন ডায়মন্ড হারবারে দুর্গাপূজা উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিষেক। সেখানেই তিনি আরও বলেন, “অযোধ্যাতেও হেরেছে, এখন ধর্ম দিয়ে দেশ চালানোর খেলাও বন্ধ।” তিনি প্রশ্ন তোলেন, বিজেপি যদি মানুষের কথা ভাবত তাহলে আরও অনেক আগেই জিএসটি কমাতে পারত। কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার অভিযোগ এনে তিনি বলেন, “১০০ দিনের কাজের টাকা এখনও আটকে রাখা হয়েছে।” অভিষেক দাবি করেন, জিএসটি কমানোর এই কৃতিত্ব রাজ্যের, কারণ রাজ্যের লাগাতার চাপেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *