‘৭৮, ‘৮৬-র পর ফের সেই স্মৃতি! কলকাতায় এবার কেন এত ভয়ঙ্কর বৃষ্টি? – এবেলা
এবেলা ডেস্কঃ
১৯৭৮ এবং ১৯৮৬ সালের পর কলকাতা কি আরও একবার সেই ভয়ঙ্কর বৃষ্টির সাক্ষী? আবহাওয়া দপ্তরের তথ্যে তেমনই ইঙ্গিত মিলছে। গত সোমবার রাতে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে কার্যত ভেসে গেছে শহর। সেপ্টেম্বর মাসে এমন ভয়াবহ বৃষ্টি এর আগে কখনো দেখেনি কলকাতা।
মঙ্গলবার কয়েক ঘণ্টার মধ্যে শহরের বুকে আড়াইশো মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতায় মোট ২৮৯.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা রীতিমতো ভয়ঙ্কর।
আবহাওয়াবিদদের মতে, এমন প্রবল বৃষ্টি ‘ক্লাউডবার্স্ট’ বা মেঘভাঙা বৃষ্টির সমতুল্য। সাধারণত টানা এক ঘণ্টার মধ্যে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তাকে মেঘভাঙা বৃষ্টি বলা হয়। মঙ্গলবার শহরের সাতটি অঞ্চলে এক ঘণ্টারও বেশি সময় ধরে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিছু এলাকায় তো মাত্র দুই-তিন ঘণ্টায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে।
সোমবার রাত থেকেই শুরু হয়েছিল হালকা বৃষ্টি। মাঝরাতে সেই বৃষ্টির তীব্রতা ভয়ঙ্কর আকার ধারণ করে, সঙ্গে ছিল বজ্রপাত ও আলোর ঝলকানি। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে বৃষ্টির তীব্রতা সামান্য কমলেও আবহাওয়া দপ্তর এটিকে কেবল ‘বিরতি’ বলেই উল্লেখ করেছে।
হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের প্রভাবেই কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা সংলগ্ন এলাকায় এই প্রবল বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ফের বৃষ্টি শুরু হতে পারে।
তবে এই রেকর্ড বৃষ্টির প্রভাব সব জেলায় সমানভাবে পড়েনি। দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। এরপরই রয়েছে হাওড়া ও হুগলি। দুই মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার মতো অন্যান্য জেলাতেও বৃষ্টি হয়েছে, তবে তার পরিমাণ ছিল অপেক্ষাকৃত কম। শহরের পরিস্থিতি অত্যন্ত কঠিন হলেও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় প্রভাব তুলনামূলকভাবে কম।