বিরাট হনুমান মূর্তি নিয়ে বিতর্ক, ট্রাম্পের দলের নেতা বললেন ‘মিথ্যা হিন্দু ভগবান’ – এবেলা
এবেলা ডেস্কঃ
আমেরিকার টেক্সাসে বিরাট আকারের হনুমান মূর্তি তৈরি হচ্ছে, আর তা নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক। মূর্তিটিকে ‘মিথ্যা হিন্দু ভগবান’ বলে মন্তব্য করেছেন রিপাবলিকান দলের এক নেতা, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মার্কিন হিন্দু সমাজ।
টেক্সাসে ‘স্ট্যাচু অফ ইউনিয়ন’ নামে পরিচিত ৯০ ফুট উঁচু এই মূর্তিটি শ্রী অষ্টলক্ষ্মী মন্দিরে স্থাপন করা হচ্ছে। ভক্তি, শক্তি ও ঐক্যের প্রতীক হিসেবে তৈরি হওয়া এই মূর্তিটির বিষয়ে আপত্তি তুলেছেন রিপাবলিকান নেতা অ্যালেক্সান্ডার ডানকান। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “টেক্সাসে আমরা একটি মিথ্যা হিন্দু ভগবানের মূর্তি তৈরি হতে দিচ্ছি কেন? আমরা একটি খ্রিস্টান দেশ!”
এই মন্তব্যের পর বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে যখন দেখা যায়, ডানকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (MAGA) আন্দোলনের একজন সমর্থক। মুসলিমদের বিরুদ্ধেও লাগাতার ঘৃণা ছড়িয়ে যাচ্ছেন তিনি। তার এই ধরনের মন্তব্য মার্কিন হিন্দুদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে।
হিন্দু আমেরিকান ফাউন্ডেশন (HAF) ডানকান-এর এই মন্তব্যকে “হিন্দু-বিরোধী এবং উসকানিমূলক” বলে আখ্যা দিয়েছে। তারা রিপাবলিকান পার্টির কাছে এই মন্তব্যের বিষয়ে অভিযোগ জানিয়ে অভ্যন্তরীণ তদন্তের আর্জি জানিয়েছে। এইচএএফ তাদের এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডলে লিখেছে, “নমস্তে, টেক্সাসজিওপি, আপনারা কি আপনাদের দলের সেই সিনেট প্রার্থীকে শাস্তি দেবেন, যিনি আপনাদের বিভেদ বিরোধী নীতি লঙ্ঘন করে প্রকাশ্যে চরম হিন্দু-বিরোধী ঘৃণা প্রকাশ করেছেন এবং যা মার্কিন সংবিধানের প্রথম সংশোধনের পরিপন্থী?”
ডানকানের এই বিতর্কিত মন্তব্যের পর তার তীব্র সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই তার মন্তব্যের বিরোধিতা করে লিখেছেন, নিজের বিশ্বাসে স্থির থাকাটা স্বাধীনতা, কিন্তু অন্য কারোর বিশ্বাসকে ‘মিথ্যা’ বলাটা স্বাধীনতা নয়। আরেকজন ব্যবহারকারী লিখেছেন, “হিন্দুরা জিহাদের প্রচার করে না, আমাদের সহিংস বিদেশি নাগরিকদের সমস্যা নিয়ে ভাবা উচিত। হিন্দু দেবতারা পরম ঐশ্বরিক চেতনার নানা দিককে তুলে ধরে।” জর্ডান ক্রাউডার নামে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লিখেছেন, “কেবল আপনি হিন্দু নন বলেই এটা মিথ্যা নয়। বেদ খ্রিস্টের পৃথিবীতে আসার ২০০০ বছর আগে লেখা হয়েছিল এবং এগুলি অসাধারণ গ্রন্থ। খ্রিস্টান ধর্মের উপর এর সুস্পষ্ট প্রভাব রয়েছে।”
Why are we allowing a false statue of a false Hindu God to be here in Texas? We are a CHRISTIAN nation!pic.twitter.com/uAPJegLie0
— Alexander Duncan (@AlexDuncanTX) September 20, 2025