গাজায় এবার হামাসকে আত্মসমর্পণের নির্দেশ দিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট, কেন এই সিদ্ধান্ত? – এবেলা
এবেলা ডেস্কঃ
একের পর এক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। সম্প্রতি কানাডা, ফ্রান্স, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার মতো বড় দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এই পরিস্থিতিতেই হামাস নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাস এবং তাদের সহযোগী গোষ্ঠীগুলোকে অস্ত্র সমর্পণ করার নির্দেশ দিয়েছেন।
কী বললেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট?
সম্প্রতি এক অনলাইন বক্তৃতায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না। তাদের অবিলম্বে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র জমা দিতে হবে। তিনি জাতিসংঘের শান্তি বিষয়ক শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দিচ্ছিলেন, কারণ যুক্তরাষ্ট্র তাকে ভিসা দিতে রাজি হয়নি।
৭ অক্টোবরের হামলার নিন্দা
দ্য টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী, হামাসকে অস্ত্র সমর্পণের নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরায়েলের ওপর চালানো হামলারও নিন্দা করেছেন। তিনি বলেন, “আমরা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলাসহ সকল ধরনের হত্যাকাণ্ড ও অপহরণের ঘটনার তীব্র নিন্দা জানাই।” উল্লেখ্য, ওই হামলায় ১,২০০ জনেরও বেশি ইসরায়েলিকে হত্যা করা হয় এবং শত শত মানুষকে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়।
ফিলিস্তিনকে স্বীকৃতি, ইতালিতে বিক্ষোভ
এখন পর্যন্ত ১৫২টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে ফ্রান্স, ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া। তবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে মতবিরোধ দেখা যাচ্ছে। ইতালি এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, যার প্রতিবাদে দেশটির রাস্তায় মেলোনি সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।