আচমকা মেঘভাঙা বৃষ্টিতে শহরে মৃত্যুমিছিল, কেন এমন দুর্ভোগে ডুবল কলকাতা? – এবেলা

এবেলা ডেস্কঃ

রাতভর মেঘভাঙা বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত কলকাতা। শহরের বিভিন্ন প্রান্তে জল জমে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই অস্বাভাবিক বৃষ্টিতে কার্যত থমকে গিয়েছে গোটা মহানগরী। জলমগ্ন সল্টলেক, রাজারহাট, নিউটাউনের বিস্তীর্ণ এলাকা। বিপাকে পড়েছেন পুজো কমিটির সদস্যরাও। কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে জরুরি বৈঠক করেছেন মেয়র ফিরহাদ হাকিম। এমন বৃষ্টি আগে কখনও দেখেননি বলে মন্তব্য করে তিনি বলেন, ১৯৭৮ সালের বন্যার কথা মনে পড়ে যাচ্ছে। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু রুখতে তিনি জরুরি কাজ ছাড়া শহরবাসীকে বাইরে না বেরোনোর অনুরোধ জানিয়েছেন।

মেয়র জানান, গার্ডেনরিচ, গড়িয়ার মতো কয়েকটি এলাকায় ড্রেনেজ সিস্টেম না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। নদী ও আদি গঙ্গা টইটম্বুর থাকায় জমে থাকা জল নিষ্কাশন কঠিন হয়ে পড়েছে। তবে বান চলে গেলে এবং আর বৃষ্টি না হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদী। অন্যদিকে, শহরের এই করুণ অবস্থায় উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করতে ও জমে থাকা জল দ্রুত নিষ্কাশনের জন্য কলকাতা পুরসভাকে অনুরোধ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *