প্লেনের চাকার কাছে লুকিয়ে কাবুল থেকে দিল্লি এলো ১৩ বছরের ছেলে, কীভাবে সম্ভব হলো এমন বিপজ্জনক যাত্রা? – এবেলা

এবেলা ডেস্কঃ

যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালানোর মরিয়া চেষ্টা মানুষের জীবনকে কীভাবে ঝুঁকির মুখে ফেলে, তার এক রোমহর্ষক দৃষ্টান্ত সামনে এসেছে। কাবুল থেকে দিল্লি আসা একটি ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে ভারত এসেছে ১৩ বছরের এক আফগান কিশোর। ঘটনাটি প্রকাশ্যে আসতেই হতবাক সবাই। প্রশ্ন উঠছে, কীভাবে এমন বিপদসংকুল যাত্রায় সে বেঁচে ফিরল?

ঘটনার আকস্মিকতা

আফগানিস্তানের কুন্দুজ শহরের বাসিন্দা এই কিশোর জানিয়েছে, প্লেনটি টেকঅফ করার আগেই সে কৌশলে ল্যান্ডিং গিয়ারের ছোট্ট জায়গায় লুকিয়ে পড়েছিল। এই জায়গাটি আসলে প্লেনের চাকা যখন ভেতরে ঢোকে, তখন তৈরি হয়। প্লেন উড্ডয়নের পর চাকাগুলো ভাঁজ হয়ে এই অংশে প্রবেশ করে এবং ফ্ল্যাপ বন্ধ হয়ে যায়। সেখানে একজন মানুষের থাকার মতো যথেষ্ট জায়গা থাকে না। তার ওপর থাকে শক্তিশালী হাইড্রোলিক সিস্টেমের চাপ, যার সামান্য ত্রুটিও যাত্রীর জীবন কেড়ে নিতে পারে।

এই বিপজ্জনক যাত্রার ঝুঁকি

বিশেষজ্ঞদের মতে, প্লেনের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে ভ্রমণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বেশিরভাগ ক্ষেত্রেই প্রাণঘাতী। কারণগুলো হলো:

  • অক্সিজেনের অভাব: হাজার হাজার ফুট উপরে ওড়ার সময় অক্সিজেনের পরিমাণ মারাত্মকভাবে কমে যায়, যা ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়।
  • তীব্র ঠাণ্ডা: উচ্চতায় তাপমাত্রা নেমে যায় মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যার ফলে হাইপোথার্মিয়া বা তীব্র ঠাণ্ডাজনিত কারণে মৃত্যু হতে পারে।
  • ল্যান্ডিং-এর সময় পতন: প্লেন যখন অবতরণ করে, তখন ল্যান্ডিং গিয়ার খুলে যায় এবং ভিতরে থাকা ব্যক্তি শত শত ফুট নিচে পড়ে গিয়ে মারা যায়।

আন্তর্জাতিক স্তরে এমন ঘটনা নতুন নয়। অতীতে আমেরিকা ও ব্রিটেনেও এমন শতাধিক ঘটনা ঘটেছে, যেখানে শুধুমাত্র কয়েকজন সৌভাগ্যবান বেঁচে ফিরেছেন। এই কিশোরের বেঁচে যাওয়া এক অলৌকিক ঘটনা বলেই মনে করছেন সকলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *