সিরিজের মাঝপথেই কেন দল ছাড়লেন শ্রেয়স আয়ার? কী এমন ঘটল যে নিতে হলো এমন চরম সিদ্ধান্ত – এবেলা
এবেলা ডেস্কঃ
আবার বিতর্কের কেন্দ্রে চলে এলেন শ্রেয়স আয়ার। ভারত ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া ‘এ’-এর বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে হঠাৎ দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। তার এই আচমকা সিদ্ধান্তে ক্রিকেট মহলে ব্যাপক ধোঁয়াশা এবং বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড বা শ্রেয়সের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি, তবে একটি ঘনিষ্ঠ সূত্র বলছে ব্যক্তিগত কারণেই তিনি দল ছেড়েছেন। এই অপ্রত্যাশিত ঘটনায় প্রশ্ন উঠেছে, কেন তিনি এমন করলেন? এর ফলে কি আবার ভারতীয় দলে জায়গা পেতে তার সমস্যা হবে?
আগেও অবাধ্যতার জন্য শাস্তির মুখে পড়েছিলেন শ্রেয়স। কেন্দ্রীয় চুক্তি থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। এরপরও তার এমন আচরণ কি ভালোভাবে দেখবে ভারতীয় ক্রিকেট বোর্ড? শ্রেয়সের হঠাৎ দল ছাড়ার কারণে দ্বিতীয় টেস্টের জন্য ভারত ‘এ’ দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ধ্রুব জুরেলকে। এই পরিস্থিতিতে শ্রেয়স আয়ারের এমন সিদ্ধান্ত তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ওপর কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে তার এমন আচরণ ভারতীয় ক্রিকেটের জন্য একটি বড় প্রশ্ন চিহ্ন তৈরি করেছে।