দুর্যোগের মাঝেই দুর্গা পূজা, কলকাতায় ভাসছে শহর; মা দুর্গার আগমন কি এর কারণ? – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: দেবীপক্ষের সূচনালগ্ন থেকেই কলকাতায় শুরু হয়েছে দুর্যোগ। একদিকে যেমন শহর জুড়ে চলছে উৎসবের প্রস্তুতি, তেমনই অন্যদিকে অবিরাম বৃষ্টিতে নাজেহাল শহরবাসী। প্রশ্ন উঠেছে, মা দুর্গার আগমন কি তাহলে বৃষ্টির কারণ? প্রতি বছর মা দুর্গা ভিন্ন ভিন্ন যানবাহনে আগমন ও প্রস্থান করেন। এই বছর মা দুর্গা হাতিতে চড়ে এসেছেন, যা প্রচুর বৃষ্টিপাতের ইঙ্গিত দেয়। এই বিশ্বাস থেকেই অনেকে মনে করছেন, হয়তো সেই কারণেই এবার এই বৃষ্টি।
হিন্দু পঞ্জিকা অনুসারে, এ বছর শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর, সোমবার থেকে। পঞ্জিকা অনুযায়ী, এই বছর চতুর্থী তিথি বৃদ্ধি পাওয়ায় নবরাত্রি ৯ দিনের পরিবর্তে ১০ দিন ধরে পালিত হবে। এই কারণে এই বছরের নবরাত্রিকে অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে।
তবে এই শুভলগ্নেই দুর্গাপূজার আনন্দের ছন্দপতন ঘটেছে। ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা। উৎসবের প্যান্ডেল থেকে শুরু করে রাস্তাঘাট, সব কিছুই জলের তলায়। শুধু কলকাতাই নয়, হাওড়ার বিভিন্ন এলাকাতেও একই অবস্থা। রেল ইয়ার্ডে হাঁটু পর্যন্ত জল জমে গিয়েছে। জলমগ্ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিনও এই বৃষ্টি জারি থাকতে পারে।
পঞ্জিকা মতে, এই বছর মা দুর্গা হাতিতে চড়ে এসেছেন, যা শান্তি, সমৃদ্ধি ও অর্থ-শস্য বৃদ্ধির ইঙ্গিত দেয়। তবে এই বছর তার প্রস্থানে মা পালকিতে চড়ে ফিরবেন। ধর্মশাস্ত্র অনুযায়ী, পালকিতে মায়ের গমনও অত্যন্ত শুভ ও মঙ্গলজনক। এবার দেখার বিষয়, এই দুর্যোগ কেটে গিয়ে কবে স্বাভাবিক ছন্দে ফেরে কলকাতা এবং দুর্গা পূজার আসল আনন্দ কবে উপভোগ করতে পারে সবাই।