কলকাতায় উৎসবের আগে দুর্যোগ, জলের তলায় মেট্রো লাইন – এবেলা

এবেলা ডেস্কঃ

রাতভর ভারী বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত কলকাতা। উৎসবের মরশুমের ঠিক আগেই জলবন্দি শহরে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। টানা বৃষ্টির জেরে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। এর জেরে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। এরই মধ্যে শহরে দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে মেট্রো রেল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার খবর। বিশেষ করে ব্লু লাইনে জল জমে যাওয়ায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আপ ও ডাউন দুটি লাইনেই এই পরিষেবা ব্যাহত হওয়ায় দক্ষিণ কলকাতার মেট্রো যাত্রীরা প্রবল সমস্যার শিকার।

তবে উত্তর কলকাতার মেট্রো যাত্রীদের জন্য কিছুটা স্বস্তির খবর রয়েছে। দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে। এই রুটে নির্ধারিত সূচি মেনেই মেট্রো চলাচল করছে। একইভাবে, গ্রিন লাইনেও মেট্রো পরিষেবা স্বাভাবিক। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত নির্ধারিত সময় অনুযায়ীই ট্রেন চলছে। কলকাতা মেট্রো সূত্রে জানা গেছে, মহানায়ক উত্তমকুমার এবং রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝখানে লাইনে জল জমে যাওয়ায় এই সাময়িক বিঘ্ন ঘটেছে। শহরজুড়ে জল জমার কারণে সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *