টানা বৃষ্টিতে ভাসছে কলকাতা, পুজোয় কি মাটি? – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতায় রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। গত কয়েকদিনের একটানা বর্ষণে শহরের বহু এলাকা জলমগ্ন, থমকে গিয়েছে স্বাভাবিক ছন্দ। সোমবার গভীর রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে কার্যত গোটা শহর হাঁটুসমান জলের নীচে চলে আসে। এর জেরে যান চলাচল ব্যাহত হয়েছে, ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। এমনকি শহরের প্রস্তুতিতেও পড়েছে এর প্রভাব, কারণ এই সময়ে পুজোর কেনাকাটার জন্য অনেকেই বাড়ির বাইরে বের হন। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আরও দু-একদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মাত্র পাঁচ ঘণ্টার বৃষ্টিতে কলকাতায় প্রায় এক মাসের গড় বৃষ্টির সমান জল নেমেছে। এর ফলে শহরের নিকাশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। গড়িয়া, যোধপুর পার্ক, কালিঘাট, তপসিয়া ও বালিগঞ্জের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে। এর ফলে শুধু রাস্তা নয়, অনেক বাড়ি ও আবাসনের ভিতরেও জল ঢুকে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন তৎপর হলেও, পুজোর আগে এমন লাগাতার বৃষ্টিতে শহরবাসীর কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এখন সবার একটাই প্রশ্ন, তাহলে কি এবারও পুজোয় বৃষ্টির ভোগান্তি থাকবে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *