এবার নবরাত্রির আরতি হবে অষ্টমী ও নবমীতে, জেনে নিন শুভক্ষণ ও নিয়মকানুন – এবেলা
এবেলা ডেস্কঃ
আগমনে উৎসবের মেজাজ, আর ঠিক এই সময়েই সারা দেশে চলছে নবরাত্রির প্রস্তুতি। এই সময় মা দুর্গার পূজা, উপবাস এবং অন্যান্য আচার-অনুষ্ঠানের মাধ্যমে ভক্তরা তাদের মনের ইচ্ছা পূরণ করতে চান। তবে নবরাত্রির পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো শেষ দিনের যজ্ঞ বা হোম। এই যজ্ঞের মাধ্যমেই সম্পূর্ণ পূজার ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয়। কিন্তু এই যজ্ঞ কবে এবং কীভাবে করা উচিত? তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। এখানে জেনে নিন নবরাত্রির অষ্টমী ও নবমীর শুভক্ষণ এবং সঠিক যজ্ঞের পদ্ধতি।
কবে হবে যজ্ঞ
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, নবরাত্রির প্রতিদিনই যজ্ঞ করা যায়, কিন্তু অষ্টমী এবং নবমী তিথিতে এই যজ্ঞ করলে তার ফল কয়েক গুণ বেড়ে যায়। যারা অষ্টমীর দিন উপবাস ভঙ্গ করেন, তারা এই দিনই যজ্ঞ করতে পারেন। আর যারা নবমীর দিনে উপবাস ভঙ্গ করেন, তাদের জন্য নবমীর দিনই যজ্ঞ করা উচিত। এ বছর ৩০ সেপ্টেম্বর অষ্টমী এবং ১ অক্টোবর মহানবমী পালিত হবে।
যজ্ঞের নিয়ম
যজ্ঞ করার জন্য প্রথমে স্থানটি গঙ্গাজল দিয়ে শুদ্ধ করতে হবে। তারপর যজ্ঞের কুণ্ডটি স্থাপন করে তার চারপাশে হলুদ সুতো বেঁধে পূজা করুন। যজ্ঞের আগে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন। এরপর পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন। হাতে জল, চাল এবং ফুল নিয়ে নিজের ইচ্ছার কথা বলে যজ্ঞের সংকল্প করুন।
যজ্ঞ কুণ্ডে আমের কাঠ সাজিয়ে কর্পূরের সাহায্যে আগুন জ্বালান। এরপর আগুনে সামান্য পরিমাণ গরুর ঘি দিয়ে তা স্থিতিশীল করুন। তিন বার জল পান করে হাত ও যজ্ঞ সামগ্রী শুদ্ধ করুন।
প্রথমে ভগবান গণেশের মন্ত্র ‘ওঁ গণেশায় নমঃ স্বাহা’ উচ্চারণ করে আহুতি দিন। এরপর নবগ্রহ এবং মা দুর্গার মন্ত্র যেমন ‘ওঁ নবগ্রহায় নমঃ স্বাহা’, ‘ওঁ দুর্গায় নমঃ স্বাহা’, ‘ওঁ মহাকালিকায় নমঃ স্বাহা’ ইত্যাদি মন্ত্র জপ করে আহুতি দিন।
যজ্ঞের শুভক্ষণ
অষ্টমীর দিনের শুভ মুহূর্ত
ব্রহ্ম মুহূর্ত: ভোর ৪টা ৩৭ মিনিট থেকে ভোর ৫টা ২৫ মিনিট পর্যন্ত।
অভিজিৎ মুহূর্ত: সকাল ১১টা ৪৭ মিনিট থেকে দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত।
বিজয় মুহূর্ত: দুপুর ২টো ১০ মিনিট থেকে দুপুর ২টো ৫৮ মিনিট পর্যন্ত।
নবমীর দিনের শুভ মুহূর্ত
ব্রহ্ম মুহূর্ত: ভোর ৪টা ৩৭ মিনিট থেকে ভোর ৫টা ২৬ মিনিট পর্যন্ত।
বিজয় মুহূর্ত: দুপুর ২টো ০৯ মিনিট থেকে দুপুর ২টো ৫৭ মিনিট পর্যন্ত।
রবি যোগ: সকাল ৮টা ০৬ মিনিট থেকে পরের দিন ভোর ৬টা ১৫ মিনিট পর্যন্ত।