ক্ষেতে কাজ করতে গিয়ে হঠাৎ হামলা, ৬২ বছরের বৃদ্ধার শরীর থেকে বের হলো ২০০ মৌমাছির হুল! – এবেলা

এবেলা ডেস্কঃ

গুজরাটের নবসারি জেলার এক মর্মান্তিক ঘটনায় ক্ষেতে কাজ করা এক বৃদ্ধাকে আক্রমণ করল মৌমাছির বিশাল একটি ঝাঁক। মৌমাছির হুলে ক্ষতবিক্ষত হয়েও প্রাণে বাঁচলেন ৬২ বছর বয়সী ওই মহিলা। তাঁর শরীর থেকে প্রায় ২০০টি হুল বের করেছেন চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে নবসারির রূপভেল গ্রামে।

জানা গেছে, রূপভেল গ্রামের পাটেল স্ট্রিটের বাসিন্দা শান্তাবেন ভেঞ্জি কুঁভি নিজের ক্ষেতে ঝোপঝাড় পরিষ্কার করছিলেন। ঠিক সেই সময়েই হঠাৎ কোথা থেকে মৌমাছির একটি বিশাল ঝাঁক এসে তাঁর উপর হামলা চালায়। শান্তাবেনকে চারদিক থেকে ঘিরে ধরে মৌমাছিরা একের পর এক হুল ফোটাতে শুরু করে। যন্ত্রণায় চিৎকার করতে করতে কোনোমতে প্রায় ২০০ মিটার দূরে অন্য একটি ক্ষেতে ছুটে যান তিনি। সেখানে থাকা কয়েকজন শ্রমিক তাঁর আর্তনাদ শুনে এগিয়ে আসেন। দ্রুত শান্তাবেনের শরীর থেকে মৌমাছি তাড়ানোর পর তাঁরা তাঁকে কাপড় দিয়ে ঢেকে দেন, যাতে আর কোনো হুল না ফোটে।

এরপর গ্রামের সরপঞ্চ ও অন্য গ্রামবাসীদের সহযোগিতায় শান্তাবেনকে দ্রুত পাশের প্রতাপগড় গ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকদের একটি দল সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসা শুরু করে এবং তাঁর শরীর থেকে প্রায় ২০০টি হুল বের করে। শান্তাবেনের পুরো শরীর, এমনকি মাথাতেও মৌমাছিরা হুল ফুটিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল হলেও তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনার পর থেকে গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, আশেপাশের ক্ষেতগুলিতে প্রায়ই মৌমাছির চাক দেখা যায়, যার কারণে চাষিদের কাজ করতে অসুবিধা হয়। তাঁরা স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত এই মৌচাকগুলি সরিয়ে ফেলার জন্য আবেদন জানিয়েছেন। সময়মতো শ্রমিকদের তৎপরতায় এবং দ্রুত হাসপাতালে পৌঁছানোর কারণে শান্তাবেনের জীবন রক্ষা পেয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *