বুমরাহকে রোবট নয়, পাকিস্তান প্রতিদ্বন্দ্বীই নয়! সলমনের দলের বিরুদ্ধে সূর্যর বিস্ফোরক মন্তব্য – এবেলা

এবেলা ডেস্কঃ

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে টানা দ্বিতীয়বার হারালো ভারত। তবে এবারের জয় আরও চমকপ্রদ। ব্যাট হাতে শুভমন গিল ও অভিষেক শর্মার অনবদ্য ব্যাটিং এবং বল হাতে ভারতীয় বোলারদের দাপটে সহজেই জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। ম্যাচের পর পাকিস্তানের আগ্রাসী আচরণ নিয়ে মুখ খুলেছেন অভিষেক শর্মা। তবে সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটি এসেছে অধিনায়ক সূর্যকুমারের থেকে। সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচকে আর প্রতিদ্বন্দ্বিতা বলা যায় না।

সূর্যকুমারের মতে, ভারতীয় দল যেভাবে পাকিস্তানকে ধারাবাহিকভাবে পরাজিত করছে, তাতে এই শব্দটির প্রাসঙ্গিকতা থাকছে না। তিনি বলেন, ‘যখন দুটি দল ১৫টি ম্যাচ খেলে এবং ফলাফল ৮-৭ হয়, তবে সেটাকে প্রতিদ্বন্দ্বিতা বলা যায়। কিন্তু ভারত-পাক ম্যাচের স্কোর ১৩-১ বা ১২-৩ এমন কিছু। তাই এখানে কোনও প্রতিদ্বন্দ্বিতাই নেই।’ এই মন্তব্য করে হাসিমুখে সাংবাদিক বৈঠক শেষ করেন তিনি। অন্যদিকে, পাকিস্তানের অপ্রয়োজনীয় আগ্রাসী মনোভাবের জবাব তিনি নিজের ব্যাট দিয়েই দিয়েছেন বলে জানান অভিষেক। তিনি বলেন, এটাই ছিল তাদের জবাব দেওয়ার একমাত্র উপায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *